সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

ইউ. এস. ডলার ইনভেস্টমেন্ট বন্ড কিভাবে কিনব?

যারা বাংলাদেশের স্থায়ী নাগরিক নয় এবং বিদেশী নাগরিক এ দেশে কর্মরত তারাই কেবল ইউ. এস. ডলার ইনভেস্টমেন্ট বন্ড ক্রয় করতে পারবেন।  ইউ.এস. ডলার ইনভেস্টমেন্ট বন্ড (প্রবর্তনঃ ২০০২ খ্রিঃ)। যে মূল্যমানের বন্ড কেনা যাবে- ইউএস ডলার ৫০০; ইউএস ডলার ১,০০০; ইউএস ডলার ৫,০০০; ইউএস ডলার ১০,০০০ এবং ইউএস ডলার ৫০,০০০।

কোথায় পাওয়া যায়-

বাংলাদেশ ব্যাংক এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিলী ব্যাংকের শাখা, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ কোম্পানী,যে কোন তফশিলী ব্যাংকের অথরাইজড ডিলার (AD) শাখা হতে ক্রয় করা যায়।

মেয়াদঃ ৩ (তিন) বছর।

মুনাফার হারঃ

ক্রমিক নংসঞ্চয় স্কিমের নামমেয়াদ (উত্তীর্ণ হইলে)বিদ্যমান মুনাফার হারক্রমিক ১-৯ এ বর্ণিত সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ:
১৫,০০,০০০ টাকা পর্যন্ত১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০৩০,০০,০০১ টাকা হতে ৫০,০০,০০০৫০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব
পুনঃনির্ধারিত মুনাফার হার (%)
09

 

ইউ.এস ডলার

ইনভেস্টমেন্ট বন্ড

১ম বছরান্তে৫.৫০৫.৫০৫.৫০৫.৫০৫.৫০
২য় বছরান্তে৬.০০৬.০০৬.০০৬.০০৬.০০
৩য় বছরান্তে৬.৫০৬.৫০৬.৫০৬.৫০৬.৫০

যারা ক্রয় করতে পারবেনঃ অনিবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশী নাগরিক।

ক্রয়ের ঊর্ধ্বসীমা: ০১ (এক) কোটি টাকার সমপরিমাণ ইউ এস ডলার।

অন্যান্য সুবিধাঃ

(ক) মূল ও মুনাফা ইউএস ডলারে প্রদেয়;

(খ) স্বয়ংক্রিয়ভাবে একাধিক মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা বিদ্যমান;

(গ) ষান্মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়;

(ঘ) বন্ডের বিপরীতে ঋণ গ্রহণের সুবিধা রয়েছে;

(ঙ) নমিনী নিয়োগ করা যায় / পরিবর্তন ও বাতিল করা যায়;

(চ) হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট বন্ড ইস্যূর সুযোগ রয়েছে;

(ছ) এ বন্ডে বিনিয়োগকৃত অর্থ ও অর্জিত মুনাফা আয়কর মুক্ত;

(জ) ১৫% থেকে ২৫% পর্যন্ত মৃত্যু-ঝুঁকির সুবিধা রয়েছে;

(ঝ) এফসি একাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই।

 

বি:দ্র: বিদেশীরা যাতে এ দেশ হতে উপার্জিত অর্থ বিনিয়োগ করতে পারে সেজন্যই মূলত এ বন্ড ক্রয় সুবিধা রাখা হয়েছে। এতে করে বিদেশীদের অর্থ দেশে বিনিয়োগের সুযোগ পাবে সরকার। ব্যাংক গুলো সাধারণত আমেরিকান ডলারের রেট ৮৪-৮৬ টাকা দিয়ে থাকে। সময় এবং ব্যাংক ভেদে এ রেট ভিন্ন হয়ে থাকে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *