উন্নয়ন প্রকল্প I মাষ্টার রোল I আউটসোর্সিং

উন্নয়ন প্রকল্প হইতে রাজস্বখাতে বদলি/পদোন্নতি প্রদান সংক্রান্ত।

কর্মকর্তা/ কর্মচারীকে উন্নয়ন প্রকল্পের সৃষ্ট পদের বিপরীতে পদোন্নতি প্রদান করা হইয়াছে। রাজস্বখাতের কর্মকর্তা/ কর্মচারীকে উন্নয়ন প্রকল্পের অস্থায়ী পদের বিপরীতে পদোন্নতি প্রদান বিধিসম্মত নয়। ইহা ছাড়া দেখা যায় যে, উন্নয়ন প্রকল্পের অস্থায়ী কর্মচারীকে কোন অবস্থাতেই রাজস্বখাতের পদের বিপরীতে বদলি ও পদোন্নতি প্রদান করা হইয়াছে। উন্নয়ন প্রকল্পের অস্থায়ী কর্মচারীকে কোন অবস্থাতেই রাজস্বখাতের পদের বিপরীতে বদলি/পদোন্নতি প্রদান করা যায় না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়

(পরিসংখ্যান, এনার্জি ও খনিজ সম্পদ এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়)

সিজিএ ভবন

সেগুনবাগিচা, ঢাকা

নং-প্রহিরক/পরিপেম/পরি-৪/বাহির/৪৭; তারিখ: ৮-১২-১৯৯০

বরাবর

সচিব

বিষয়: রাজস্বখাতে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীকে উন্নয়ন প্রকল্পে সৃষ্ট পদের বিপরীতে পদোন্নতি এবং উন্নয়ন প্রকল্প হইতে রাজস্বখাতে বদলি/পদোন্নতি প্রদান সম্পর্কে।

উপর্যুক্ত বিষয়ে সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাইতেছে যে, নিরীক্ষা পর্যালোচনায় দেখা যায় যে, আপনার অধীনস্থ বিভাগ/অধিদপ্তর/উইং এর কিছু সংখ্যক কর্মকর্তা/ কর্মচারীকে উন্নয়ন প্রকল্পের সৃষ্ট পদের বিপরীতে পদোন্নতি প্রদান করা হইয়াছে। রাজস্বখাতের কর্মকর্তা/ কর্মচারীকে উন্নয়ন প্রকল্পের অস্থায়ী পদের বিপরীতে পদোন্নতি প্রদান বিধিসম্মত নয়। ইহা ছাড়া দেখা যায় যে, উন্নয়ন প্রকল্পের অস্থায়ী কর্মচারীকে কোন অবস্থাতেই রাজস্বখাতের পদের বিপরীতে বদলি ও পদোন্নতি প্রদান করা হইয়াছে। উন্নয়ন প্রকল্পের অস্থায়ী কর্মচারীকে কোন অবস্থাতেই রাজস্বখাতের পদের বিপরীতে বদলি/পদোন্নতি প্রদান করা যায় না। উন্নয়ন প্রকল্প রাজস্বখাতে আসিলে প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীগণ সংস্থাপন মন্ত্রণালয়ের ০৯-০৩-১৯৮৬ তারিখের স্মারক নং-সম/আর-১/এম-৮/৮৬-৮৫(১০০) অনুসরণপূর্ভক রাজস্বখাতে পুনরায় নিয়োগপ্রাপ্ত হইবেন মাত্র।

২। বর্ণিত অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীদের বেতন নির্ধারণ জটিলতা সৃষ্টি হইয়াছে। এই জটিলতা নিরসনকল্পে জরুরিভিত্তিতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন:

ক) রাজস্বখাতে নিয়োজিত যে সকল কর্মকর্তা/ কর্মচারীকে উন্নয়ন প্রকল্পের সৃষ্ট অস্থায়ী পদের বিপরীতে পদোন্নতি প্রদান করা হইয়াছে তাহাদের পদোন্নতি বাতিল করিতে হইবে এবং

খ) উন্নয়ন প্রকল্পে অস্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত যে সকল কর্মকর্তা/ কর্মচারীকে রাজস্বখাতে বদলি/পদোন্নতি প্রদান করা হইয়াছে তাহাদের অনতিবিলম্বে নিজ নিজ প্রকল্পে পূর্ব পদে ফিরাইয়া নিতে হইবে।

৩। এমতাবস্থায়ী উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণ করিবার জন্য আপনার প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভাগ/উইং/অধিদপ্তরসমূহকে নির্দেশ প্রদান করিবার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে।

(মো: মোসলেম উদ্দীন)

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা

ফোন: ৪১৭৩৩১

উন্নয়ন প্রকল্প হইতে রাজস্বখাতে বদলি/পদোন্নতি প্রদান সংক্রান্ত : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *