পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

উপজেলা পরিষদের গাড়ি চালকগণের বদলী সংক্রান্ত পরিপত্র।

গাড়িচালকগণের শুধুমাত্র পারস্পারিক বদলী সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে জেলা প্রশাসকগণ স্বীয় অধিক্ষেত্রভূক্ত উপজেলা পরিষদসমূহে এবং আন্ত:জেলা বদলীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

(উপজেলা-১ শাখা)

www.lgd.gov.bd

নং-৪৬.০০.০০০০.০৪৬.০১৯.০০১.২০১২.৬৭৩; তারিখ: ০৭ সেপ্টেম্বর, ২০২০

 

পরিপত্র

বিষয়: উপজেলা পরিষদের রাজস্ব খাতে নিয়োজিত গাড়ি চালকগণের বদলী।

উপজেলা পরিষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত ও কর্মরত গাড়িচালকগণের শুধুমাত্র পারস্পারিক বদলী সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে জেলা প্রশাসকগণ স্বীয় অধিক্ষেত্রভূক্ত উপজেলা পরিষদসমূহে এবং আন্ত:জেলা বদলীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

২। আন্ত:বিভাগ বদলীর ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ পদক্ষেপ গ্রহণ করবে।

৩। সরকার প্রয়োজন মনে করলে জনস্বার্থে উপজেলা পরিষদে কর্মরত যে কোন গাড়িচালককে দেশের যে কোন উপজেলা পরিষদে বদলী করতে পারবে।

৪। এ সংক্রান্ত গত ০৮ মার্চ ২০১৬ তারিখের ৩৩৬ নং পরিপত্রটি এতদ্বারা বাতিল করা হলো।

৫। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

(নুমেরী জামান)

উপসচিব

ফোন: ৯৫৬২২৪৭

 

উপজেলা পরিষদের রাজস্ব খাতে নিয়োজিত গাড়ি চালকগণের বদলী সংক্রান্ত পরিপত্র: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *