পেনশন সমর্পণকারীর পেনশন ১৫ বছর পূর্তিতে পুন: স্থাপন করা হয়। যেসকল কর্মচারীর পেনশন ১৫ বছর পর পুন:স্থাপিত হয়েছে কেবল সেসকল পরিবারই পেনশন পেতে থাকবে- পারিবারিক পেনশন পুন:স্থাপন ২০১৯
শতভাগ পেনশন সমর্পণকারী প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন পুনঃস্থাপনের পর মৃত্যু হলে তার বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) পুনঃস্থাপিত পেনশন সুবিধা প্রাপ্যতা প্রসঙ্গে গত ২৮/১০/২০১৯ খ্রি: তারিখে আদেশ জারি করা হয়েছে। আদেশটি নিম্নরুপ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-১ অধিশাখা।
www.mof.gov.bd
স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৬-৯৭ তারিখ: ২৮/১০/২০১৯
বিষয়: শতভাগ পেনশন সমর্পণকারী প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীর মাসিক পেনশন পুন:স্থাপনের সুবিধা ভোগরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) পুন:স্থাপিত পেনশন, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রাপ্যতা সংক্রান্ত।
সূত্র: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০১০.০৮.৮৩৯.১৮.৯৫৭, তারিখ: ২৬-০৬-২০১৯ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অর্থ বিভাগের ০৮-১০-২০১৮ তারিখের ০৭.০০.০০০০.১৭১.১৩.০১৩.১৪.১১৮ নং প্রজ্ঞাপন মোতাবেক শতভাগ পেনশন সমর্পনকারী প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন পুন:স্থাপিত হয়ে থাকলে তার মৃত্যুর পর তার স্ত্রী/বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) পুন:স্থাপিত পেনশন সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া তাদের চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রাপ্যতার বিষয়ে অর্থ বিভাগের ০৩-০৮-২০১৭ তারিখের ০৭.০০.০০০০.১৭১.১৩.০১৩.১৩.৭৪ নং প্রজ্ঞাপন অনুসরণীয় হবে।
স্বাক্ষরিত/-
(আছমা আরা বেগম)
উপসচিব
ফোন: ৯৫৪০১৮১
হিসাব মহানিয়ন্ত্রক
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়
সেগুনবাগিচা, ঢাকা।
শতভাগ পেনশন সমর্পণকারী প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন পুনঃস্থাপনের পর মৃত্যু হলে তার বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) পুনঃস্থাপিত পেনশন সুবিধা প্রাপ্যতা আদেশ PDF সংগ্রহ করুন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: পুন:পেনশন স্থাপন কারী মারা গেলে তার পরিবার এখন থেকে মৃত পুন: পেনশনারের হারে মাসিক পেনশন পাবে?
- উত্তর: হ্যাঁ পাবে। প্রতিন্ধী সন্তান বা সুস্থ্য সন্তানও পাবে।
- প্রশ্ন: যারা পূর্বেই মারা গেছেন ১০০% পেনশন সমর্পণ করে তার পরিবারও কি পূর্ণ পেনশন পাবে?
- উত্তর: না পাবে না। শুধু চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পাবেন।
- প্রশ্ন: পেনশন সমর্পনকারী পারিবারিক পেনশনারগণের কি পেনশন পুনস্থাপন হবে না?
- উত্তর: না পাবে না। শুধু চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পাবেন।
- প্রশ্ন: ১৪ বছ পূর্ণ করে যদি পেনশনার মারা যায় তবু্ও কি পারিবারিক পেনশনার পূর্ণ পেনশন পাবেন না?
- উত্তর: না পাবে না। শুধু চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পাবেন।