চিকিৎসা । আর্থিক সহায়তা

করোনা চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের সম্মানী প্রদান।

এ সম্মানি বর্তমান প্রচলিত অন্য যে কোন প্রজ্ঞাপন/আদেশে বর্ণিত সম্মানির ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা/ অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১, অধিশাখা-৪

www.mof.gov.bd

স্মারক নং ০৭.১০৪.০২০.২৭০১.৭২.২০১৮.০১; তারিখ: ০৯ জুলাই ২০২০

পরিপত্র

বিষয়: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত চিকিৎসা সেবায় সরাসরি নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের এককালীন বিশেষ সম্মানি।

নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সরকার এককালীন বিশেষ সম্মানি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

২। উক্ত বিশেষ সম্মানির আওতায় শুধুমাত্র করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীগণ এককালীন ২ (দুই) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।

৩। সম্মানী প্রাপ্তির ক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে:

(ক) স্বাস্থ্য অধিদপ্তর/নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর “সংযুক্তি-ক” ফরমে আবেদনসমূহ যাচাই-বাছাইপূর্বক সম্মানির জন্য উপযুক্ত চিকিৎসা, নার্স ও স্বাস্থ্যকর্মীর নামের তালিকা স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করবে;

(খ) স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তালিকা যথাযথভাবে যাচাই-বাছাইপূর্বক অর্থ বিভাগের সম্মতিক্রমে সম্মানি প্রদানের সরকারি আদেশ জারি করবে;

(গ) সম্মানি বাবদ ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুকুলে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে; এবং

(ঘ) এ সম্মানি বর্তমান প্রচলিত অন্য যে কোন প্রজ্ঞাপন/আদেশে বর্ণিত সম্মানির ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা/ অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।

৪। এ পরিপত্রের নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

(ড. মোহাম্মদ আবু ইউসুফ)

যুগ্নসচিব

ফোন: ৯৫৭৪০১৩

করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের সম্মানী প্রদান: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *