আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

কর্মকর্তা/কর্মচারীর বকেয়া বেতন-ভাতা বিল পরিশােধে আইবাস++ যাচাইকরণ মেন্যু ব্যবহার সংক্রান্ত।

বিভিন্ন হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের নিরীক্ষার আওতাধীন অফিসসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারী ও নতুন নিয়ােগ প্রাপ্ত কর্মকর্তাকর্মচারীগনের iBAS” সিস্টেমে যে মাসে Master Data তে তথ্য অন্তর্ভুক্ত করা হয় তার পূর্ববর্তী মাস/মাস সমূহের বেতন-ভাতা ও উৎসবভাতা পরিশােধের ক্ষেত্রে এখন হতে iBAS++” সিস্টেমে Master Data এর Sub Menu Employees> Management এর মধ্যে Duo Bill Prior to Online Enrolment” নামে নতুন একটি Menu অন্তর্ভুক্ত করা হয়েছে। উক্ত নতুন Menu টি এ কার্যালয়ের অধীনস্থ সকল হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অফিস প্রধানগণের User Id তে ইতিমধ্যে সংযােজন করা হয়েছে। 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

www.cga.gov.bd

নং-০৭,০৩.০০০০.০০৩,৮৪,৪৬০.২০+৪৬ তারিখঃ১/০১/২০২২ খ্রি.

অফিস আদেশ

বিষয়ঃ কর্মকর্তা/কর্মচারীর বকেয়া বেতন-ভাতা বিল পরিশােধ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

২। হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের অধীনস্থ বিভিন্ন হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের নিরীক্ষার আওতাধীন অফিসসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারী ও নতুন নিয়ােগ প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগনের iBAS” সিস্টেমে যে মাসে Master Data তে তথ্য অন্তর্ভুক্ত করা হয় তার পূর্ববর্তী মাস/মাস সমূহের বেতন-ভাতা ও উৎসবভাতা পরিশােধের ক্ষেত্রে এখন হতে iBAS++” সিস্টেমে Master Data এর Sub Menu Employees> Management এর মধ্যে Duo Bill Prior to Online Enrolment” নামে নতুন একটি Menu অন্তর্ভুক্ত করা হয়েছে। উক্ত নতুন Menu টি এ কার্যালয়ের অধীনস্থ সকল হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অফিস প্রধানগণের User Id তে ইতিমধ্যে সংযােজন করা হয়েছে। এই নতুন Menu ব্যবহার করে সংশ্লিষ্ট সকল হিসাবরক্ষণ কার্যালয়ের নিরীক্ষার আওতাধীন অফিসসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারী ও নতুন নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগনো বকেয়া মাস/মাসসমুহ (আংশিক বেতনসহ) অর্থবছর ভিত্তিক হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অফিস প্রধানগণ প্রাপ্যতার সঠিকতা যাচাই করে মাস খুলে দিবেন। পরবর্তীতে কর্মকর্তাগণ নিজের User ID দিয়ে এবং কর্মচারীগণের ক্ষেত্রে স্ব স্ব DDO গণ Online এ প্রাপ্য বিলসমূহ দাখিল করবেন।

সংশ্লিষ্ট সকলকে পদ্ধতিটি প্রযােজ্য ক্ষেত্রে অনুসরণের জন্য আদিষ্ট হয়ে অনুরােধ করা হলাে।

(কাজী কাইয়ুম হােসেন) 

হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব-১)

ফোন:৪৯৩৪৯১৮৪৪ 

Email: dcgaacc@cga.gov.bd

কর্মকর্তা/কর্মচারীর বকেয়া বেতন-ভাতা বিল পরিশােধে আইবাস++ যাচাইকরণ মেন্যু ব্যবহার সংক্রান্ত: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *