শ্রম আইন, ২০০৬ এর ৪২ নং আইন এর ২৭২ নম্বর অনুচ্ছেদ অনুসারে কোন কর্মচারীকে মজুরী বা অন্য কোন সুযোগ-সুবিধা মালিক কমাইতে পারিবেন না। এক্ষেত্রে মালিক অর্থ নিয়োগকারী কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে।
২৭২৷ এই আইন বা কোন বিধির অধীন কোন চাঁদা বা খরচ প্রদানে বাধ্য কেবলমাত্র এই কারণে মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন শ্রমিকের প্রাপ্য মজুরী বা অন্য কোন সুযোগ-সুবিধা কমাইতে পারিবেন না৷
শ্রম আইন, ২০০৬ : ডাউনলোড