জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫/০৯/২০১৯ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১২২.০০.০১৪.১৯.১৯১ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক গত ০১ লা জুলাই ২০১৯ খ্রি: তারিখ থেকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চাঁদার হার পুন:নির্ধারণ করা হয়েছে।
০১। কল্যাণ তহবিলের মাসিক সর্বোচ্চ চাঁদা-মূল বেতনের সর্বোচ্চ ১%, কিন্তু সর্বোচ্চ ১৫০ (একশত পঞ্চাশ) টাকা।
০২। যৌথ বীমার মাসিক সর্বোচ্চ চাঁদা-মূল বেতনের সর্বোচ্চ ০.৭০%, কিন্তু সর্বোচ্চ ১০০ (একশত) টাকা।
০৩। মাসিক কল্যাণ ভাতা-২০০০/-
০৪। সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ-৪০,০০০/-
০৫। দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তা-১০,০০০/-
০৬। যৌথ বীমার এক কালীন অনুদান-২,০০,০০০/-
০৭। জটিল ও দূরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদান-২,০০,০০০/-
প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সচিব ফয়েজ আহম্মদ।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলে প্রদেয় “চাঁদা”, কল্যাণ তহবিল হতে প্রদেয় “অনুদান” ও কর্মচারীদের যৌথবীমা তহবিলে কর্মচারীদের প্রদেয় “প্রিমিয়াম” এর হার ও অন্যান্য অনুদানের পরিমাণ পুন:নির্ধারণ: ডাউনলোড
বর্তমানে এ প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, ১-২০ গ্রেডের মধ্যে কোন গ্রেড পর্যন্ত কল্যান তহবিল এর ১৫০ টাকা + বীমা তহবিলের ১০০ টাকা সহ মোট ২৫০ টাকা কর্তন করতে হবে?
এ প্রশ্নের সহজ উত্তর হচ্ছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০১৮ (সংশোধিত) অনুসারে ১-১৩ নম্বর গ্রেডের সকল কর্মকর্তা/কর্মচারীদের ১৫০+১০০ = ২৫০ টাকা কর্তন করতে হবে।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০১৮ (সংশোধিত) দেখে নিতে পারেন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: যাদের মূল বেতন ৯৩০০ টাকা তারা কল্যাণ তহবিলে কত কাটাবে?
- উত্তর: ৯৩ টাকা অর্থাৎ ১% অথবা ১৫০ টাকা যেটি কম।
- প্রশ্ন: যাদের মূল বেতন ১৫০০০ টাকার উর্ধ্বে তারা টা কাটাবে?
- উত্তর: ১৫০ টাকা।