সাময়িক বরখাস্তকৃত একজন কমজন অভিযুক্ত সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক অবসরদানের পর মহামান্য রাষ্ট্রপতির আদেশ ব্যতিত সাময়িক বরখাস্তকালীন সময় গণনাপূর্বক তার সাধারণ ভবিষ্য তহবিলের উপর/ ইনক্রিমেন্ট প্রদান করা যাবে না। [বিধি: ১৩ (২), সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮]
১। প্রশ্ন: স্ত্রীর পারিবারিক পেনশন গ্রহণের জন্য কোন সার্টিফিকেটটি দাখিল করা বাধ্যতামূলক?
উত্তর: একজন পেনশনারের মৃত্যুর পর তার বিধবা স্ত্রীর পারিবারিক পেনশনের আবেদনের সাথে নন-ম্যারেজ সার্টিফিকেট দাখিল সাপেক্ষে পেনশন কেস নিষ্পত্তি করতে হবে। [বিধি: পেনশন সহজীকরণ আদেশ ২০২০ এর ৪.০৯ এর অ(১)]
২। প্রশ্ন: ২৫ বছর পর কি স্বেচ্ছায় পেনশনে যাওয়ার আবেদন করা যায়?
উত্তর: একজন কর্মচারী ২৫ বছর পেনশনযোগ্য চাকরি করার পর স্বেচ্ছায় অবসরগ্রহণসহ আনুতোষিক ও পেনশন মঞ্জুরীর জন্য আবেদন করতে পারে। [বিধি: ৯(১); গণকর্মচারী অবসর আইন, ১৯৭৪]
৩। প্রশ্ন: সাময়িক বরখাস্ত থাকলে কি তার সাধারণ ভবিষ্য তহবিলে ইনক্রিমেন্ট যোগ করা যাবে?
উত্তর: সাময়িক বরখাস্তকৃত একজন কমজন অভিযুক্ত সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক অবসরদানের পর মহামান্য রাষ্ট্রপতির আদেশ ব্যতিত সাময়িক বরখাস্তকালীন সময় গণনাপূর্বক তার সাধারণ ভবিষ্য তহবিলের উপর/ ইনক্রিমেন্ট প্রদান করা যাবে না। [বিধি: ১৩ (২), সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮]
৪। প্রশ্ন: সংসদ সদস্যের মাধ্যমে কোন প্রকার তদবীর করা যাবে কি?
উত্তর: না। একজন সরকারী কর্মচারী তার পক্ষে তদবীর করার জন্য মাননীয় সংসদ সদস্যের শরনাপন্ন হওয়ায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে গুরুদন্ডের আওতায় শাস্তি প্রদান করা যাবে। [বিধি: ২২, সরকারি কর্মচারি (শৃংখলা ও আপিল বিধিমালা, ২০১৮]
৫। প্রশ্ন: বিমানযোগে ভ্রমণ বিল দাখিলের বাস্তব পদ কত গ্রেড হতে হবে?
উত্তর: সাবসটেনটিভ গ্রেড স্কেল হিসেবে ৫ম গ্রেডপ্রাপ্ত একজন কর্মকর্তা সরকারি কাজে বিমানযোগে ঢাকা হতে চট্টগ্রাম গমণপূর্বক ভ্রমণ ভাতা বিল দাখিল করতে পারবেন। [বিধি: ৩৭-৪২, বিএসআর-১ এবং অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং-৭১ তাং ২৫/৯/১৬ পরিপত্র অনুযায়ী]