ফান্ডামেন্টাল রুলস এন্ড সাপ্লিমেন্টারী রুলস ভল্যুয়ম-১ এর সাপ্লিমেন্টারী রুলস ৯০ এবং ৮৯ (যাহার এফ. আর. এন্ড এস.আর. ভল্যুয়ম-২ এর পরিশিষ্ট ১০-এর ক্রমিক সংখ্যা পঠিতব্য) অনুযায়ী সরকারী কর্মচারীগণ তাঁহাদের হেড কোয়াটার্সের ৫ মাইলের মধ্যে ট্রেন, মোটরযান,রিক্সা ইত্যাদি জনসাধারণের নিত্য যানবাহনযোগে সরকারী কাজে যাতায়াত করার জন্য যানবাহন ভাড়া করার প্রকৃত খরচ বা যানবাহন ভাড়া পাবেন।
বাংলাদেশের
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
“অডিট হাউস” ১০/এস, হাতীসড়ক, মগবাজার, ঢাকা-২।
নং সিএজি/প্রো-১/৭৪-৭৫/৮৫(ক)/২৭ তাং ২৪/০৭/১৯৮০ ইং
বরাবর,
সচিব, অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
বিষয়: সাপ্লিমেন্টারী রুল ৮৯ ও ৯ এর আওতায় আপন আপন হেড কোয়ার্টারের পাঁচ মাইলের মধ্যে যাতায়াতের জন্য গেজেটেড কর্মকর্তাদিগকে প্রকৃত খরচ প্রদান প্রসঙ্গে।
মহোদয়,
ফান্ডামেন্টাল রুলস এন্ড সাপ্লিমেন্টারী রুলস ভল্যুয়ম-১ এর সাপ্লিমেন্টারী রুলস ৯০ এবং ৮৯ (যাহার এফ. আর. এন্ড এস.আর. ভল্যুয়ম-২ এর পরিশিষ্ট ১০-এর ক্রমিক সংখ্যা পঠিতব্য) অনুযায়ী সরকারী কর্মচারীগণ তাঁহাদের হেড কোয়াটার্সের ৫ মাইলের মধ্যে ট্রেন, মোটরযান,রিক্সা ইত্যাদি জনসাধারণের নিত্য যানবাহনযোগে সরকারী কাজে যাতায়াত করার জন্য যানবাহন ভাড়া করার প্রকৃত খরচ বা যানবাহন ভাড়া পাবেন।
(২) সরকারী কর্যোপলক্ষ্যে ৫ মাইলের মধ্যে যাতায়াতের জন্য প্রথাগতভাবে কেবল নন-গেজেটেড কর্মচারীদিগকে প্রকৃত খরচ প্রদান করা হয়। নিরীক্ষা বিভাগের জনৈক উপ-মহা পরিচালক নিরীক্ষা দলের কাজকর্ম পরিদর্শনের জন্য ঢাকা শহরে তাঁহার হেড কোয়ার্টার্সের ৫ মাইলের ভিতরে যাতায়াত করিয়া প্রকৃত রিক্সা ভাড়া দাবী করিলে প্রশ্ন উঠে যে, নন গেজেটেড কর্মচারীদের ন্যায় গেজেটেড কর্মকর্তাগণ ও সরকারী কাজে পাঁচ মাইলের মধ্যে যাতায়াতের জন্য প্রকৃত যানবাহন খরচ পাইবেন কিনা এবং পাইলে উক্ত খরচ কোন খাত হইতে মিটানো হইবে।
(৩) অত্র দপ্তর মনে করে যে, সাপ্লিমেন্টারী রুলস ৮৯ বা ৯০ এর অধীনের গেজেটেড কর্মকর্তাগণও ৫ মাইলের মধ্যে যাতায়াতের জন্য প্রকৃত খরচ আদায় করিতে পারিবেন এবং নন-গেজেটেড কর্মচারীদের বেলায় যেহেতু এই খরচ এস.আর. ৮৯ এর নিম্নস্থ ২নং সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আনুষাংগিক খাত হইতে বহনযোগ্য, সেইহেতু গেজেটেড কর্মচারীদের বেলায়ও ইহা আনুষাঙ্গিক খাত হইতেই মিটানো যাইতে পারে।
অত্র অফিসের উপরোক্ত মত নিশ্চিত করণের ব্যবস্থা করিতে আপনাকে অনুরোধ করা যাইতেছে।
(এন. আনিসুজ্জামান)
অতিরিক্ত উপ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
গেজেটেড কর্মকর্তারাও রিক্সা, মোটরযানে ভ্রমণে প্রকৃত ভ্রমণ ভাতা পাবেন।: ডাউনলোডপ্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: এটি কি তাহলে কার্যকর?
- উত্তর: হ্যাঁ, এটি কার্যকর।