সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

চলতি দায়িত্ব পালনকালে পদবী ব্যবহার।

চলতি দায়িত্ব পালনকালে পদবী ব্যবহার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং No.ED/SA-1/275/79-48(50), Dated, 21st January, 1980 এর মাধ্যমে জারিকৃত নির্দেশনা নিম্নরূপ-

১। মন্ত্রণালয়/বিভাগ/সংযুক্ত দপ্তর/ অধস্তন অফিস/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্তশাসিত সংস্থা-এর প্রধানের চলতি দায়িত্ব পালনকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাহার মূল পদের পদবী ব্যবহার করিবেন এবং উহার সহিত “ভারপ্রাপ্ত” শব্দটি যোগ করিবেন।

অতিরিক্ত সচিব-ভারপ্রাপ্ত, পরিচালক-ভারপ্রাপ্ত, সদস্য-ভারপ্রাপ্ত।

২। মন্ত্রণালয়/বিভাগ/সংযুক্ত দপ্তর/অধস্তন অফিস/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত সংস্থা এর প্রধানের দায়িত্ব পালন ব্যতীত অন্য কোন উচ্চতর পদের দায়িত্ব পালন ব্যতীত অন্য কোন উচ্চতর পদের দায়িত্ব পালনকালে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উচ্চতর পদের ব্যবহার করিবেন এবং উহার সহিত “চলতি দায়িত্ব” শব্দদ্বয় যোগ করিবেন। যথা-

যুগ্ন সচিব (চলতি দায়িত্ব), অতিরিক্ত পরিচালক (চলতি দায়িত্ব), সদস্য (চলতি দায়িত্ব)। 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *