সংস্থাপন মন্ত্রণালয়ের স্মারক নং সম/বিধি-১/এস-১৩/৯২-১৩৪ (২৫০) তারিখ: ০১-০৬-৯২ ইং মোতাবেক চাকুরীতে প্রবেশের বয়স সীমা নিম্নরুপ নির্ধারণ করা হয়েছে।
(ক) মুক্তিযোদ্ধাদের বয়স সীমা ৩২ বছর,
(খ) বিসিএস (সাধারণ শিক্ষা) বিসিএস (কারিগরী শিক্ষা), বিসিএস (স্বাস্থ্য) এবং বিসিএস (জুডিশিয়াল) ক্যাডারে নিয়োগের ক্ষেত্রে উপজাতীয় প্রার্থীদের বয়সের উচ্চসীমা ৩২ বৎসর।
(গ) উপরোক্ত উপ-অনুচ্ছেদ (ক) ও (খ) এর ক্ষেত্র ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে সকল প্রার্থীর চাকুরীতে প্রবেশের বয়স সীমা ৩০ বছর।
সংস্থাপন মন্ত্রণালয়ের স্মারক নং সম/বিধি-১/এস-১১/৯৫-২০৭ (৫০০) তারিখ: ২১-৯-১৯৯৮ মোতাবেক মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকুরীতে প্রবেশের বয়স সীমা ৩২ বৎসর।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: চাকরিতে প্রবেশের সর্বনিম্ন বয়সসীমা কত বছর?
- উত্তর: ১৮ বছর।
- প্রশ্ন: সাধারণ শিক্ষার্থী বা মানুষের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা কত বছর?
- উত্তর: ৩০ বছর।