এস, আর, ও নং ৩৭৩-আইন/২০১৫ দ্বারা জারিকৃত চাকরি (বর্ডার গার্ড বাংলাদেশ) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর নিমরূপ অধিকতর সংশােধন করিল চুলকাটা ও পোশাক ধোলাই ভাতা ৩০০ টাকা করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অর্থ বিভাগ (বাস্তবায়ন অনুবিভাগ)
আদেশ
তারিখ: ২৬ আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ/১১ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ
এস, আর, ও নং ৩১৯-আইন/২০২১।- সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ১৫ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ০১ পৌষ, ১৪২২ বঙ্গাব্দ মােতাবেক ১৫ ডিসেম্বর, ২০১৫ খ্রিষ্টাব্দ তারিখের এস, আর, ও নং ৩৭৩-আইন/২০১৫ দ্বারা জারিকৃত চাকরি (বর্ডার গার্ড বাংলাদেশ) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর নিমরূপ অধিকতর সংশােধন করিল, যথা:-
উপরি-উক্ত আদেশের অনুচ্ছেদ ১৮ এর উপ-অনুচ্ছেদ (৩) এ উল্লিখিত “ঙ, চুলকাটা এবং ধােলাই ভাতা” উপ-শিরােনাম এবং উহার বিপরীতে উল্লিখিত “১১৫” সংখ্যার পরিবর্তে নিম্নরূপ উপ-শিরােনাম ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে, যথা :—
ঙ. চুল কাটা কাটা ও পোশাক ধোলাই ভাতা | ৩০০ |
০২। ইহা অবিলম্বে কার্যকর হইবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
হাবুিন নাহার
অতিরিক্ত সচিব
চুল কাটা ও পোশাক ধোলাই ভাতা ৩০০ টাকায় উন্নীত: ডাউনলোড