আর্থিক ক্ষমতা অর্পণ নীতিমালা ২০১৫ এর অর্থ বিভাগে বিবেচনার জন্য প্রেরিতব্য বিষয়াবলীর তালিকা ১৬ নম্বর অনুচ্ছেদ অনুসারে সভা/ কনফারেন্স/ প্রশিক্ষণ কোর্সের প্রতিটি অনুষ্ঠানে হাল্কা আপ্যায়নের জন্য জনপ্রতি ৪০ (চল্লিশ) টাকা এবং সর্বমোট (৫০ জন) ২,০০০/- (দুই হাজার) টাকার অধিক ব্যয়
এবং অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজ/ নৈশ ভোজের ক্ষেত্রে জনপ্রতি ৫০০/- (পাঁচ শত) টাকা এবং সর্বমোট (১০০ জন) ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার অধিক ব্যয় হলে তা অর্থ মন্ত্রণালয় হতে অনুমোদন নিতে হবে কিন্তু এর কম বা নিচের ব্যয় হলে আর অনুমোদন নিতে হবে না।
জন প্রতি আপ্যায়ন ব্যয় নির্ধারিত হয় যেভাবে তার রেফারেন্স আর্থিক ক্ষমতা অর্পণ নীতিমালা ২০১৫: ডাউনলোড