সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

জরুরি নোটিশ : সরকার ঘোষিত ‘বিশেষ সুবিধা’ বা প্রণোদনা সংক্রান্ত জরুরি নোটিশ

বিশেষ সুবিধা পেতে সরকারি বাজেট নিয়ন্ত্রণ আইবাস++ এ কোন এন্ট্রি বা পরিবর্তন করতে হবে না – জরুরি নোটিশ

বিশেষ সুবিধা কি অটো যুক্ত হবে? হ্যাঁ। ১৮ জুলাই ২০২৩ তারিখে অর্থ বিভাগ হতে “বিশেষ সুবিধা” নামে ১ জুলাই ২০২৩ হতে বিশেষ প্রণোদনা প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই বিশেষ সুবিধা সরকারি কর্মকর্তা – কর্মচারিদের জুলাই ২০২৩ মাসের বেতন এর সাথে আইবাস++ সিস্টেমে যুক্ত করার জন্য আইবাস++ স্কিমের আইটি ইঞ্জিনিয়ার ও পরামর্শকগণ কাজ করছেন। এই বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বেতন বিলের সাথে যুক্ত হয়ে যাবে (বাজেট সংক্রান্ত উপযোজন সাপেক্ষে)।

মাস্টার ডাটায় এন্ট্রি দিতে হবে না? না। এই প্রণোদনা, মাস্টার ডাটা এন্ট্রি বা ফিক্সেশন সংক্রান্ত কোন ধরণের নির্দেশনা হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় থেকে প্রদান করা হয়নি। অথচ, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা হচ্ছে। এমনকি হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের আওতাধীন অফিসে কর্মরতরাও এই সব তথ্য শেয়ার করছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ প্যারা ৭ (ঘ) এবং ১০ (ঝ) এর সুস্পষ্ট লঙ্ঘন। অনেক অফিস কর্মকর্তা- কর্মচারিদের মাষ্টার ডাটায় “বিশেষ সুবিধা” এন্ট্রি করার চেষ্টা করছেন, ভুল এন্ট্রি দিচ্ছেন এমনকি নতুন করে পে ফিক্সেশনের চেষ্টা করছেন মর্মে খবর পাওয়া যাচ্ছে।

আইবাস++ এ কোন পরিবর্তন করতে হবে না। অটো যুক্ত হয়ে যাবে

সরকার ঘোষিত

Caption: special benefit 2023

তাহলে কি করতে হবে?  এই বিষয়ে সকল হিসাবরক্ষণ কার্যালয়ের অফিস প্রধানকে যথাযথ ভূমিকা পালনের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে। এই সংক্রান্ত পরবর্তী কোন নির্দেশনা থাকলে তা যথা নিয়মে সকল হিসাবরক্ষণ কার্যালয়কে অবহিত করা হবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *