সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

জাপানে পিএইচডি ২০২২ । JDS বৃত্তির অধীন জাপানে অনুষ্ঠেয় পিএইচডি কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন মেয়াদ বৃদ্ধি

JDS বৃত্তির অধীন জাপানে অনুষ্ঠেয় পিএইচডি কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা হয়েছে– জাপানে পিএইচডি ২০২২

Japan Human Resource Development Scholarship (JDS) এর অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণের নিমিত্তি বিসিএস ক্যাডারভুক্ত সরকারি কর্মকর্তা, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাগণের নিকট হতে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য নিম্নোক্ত শর্তসাপেক্ষে আবেদন আহবান করা যাচ্ছে।

উক্ত প্রোগ্রামে অংশগ্রহণে আগ্রহী যোগ্য কর্মকর্তাগণকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং আবেদন আগামী ১২ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল ৫-০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি পৌঁছাতে হবে।  পিএইচডি কোর্সের আবেদন নির্দেশিকা

Japan Human Resource Development Scholarship (JDS) এর অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে অংশগ্রহণের নিমিত্তি বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তা, জুডিসিয়াল সার্ভিস, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাগণের নিকট হতে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য নিম্নোক্ত শর্তসাপেক্ষে আবেদন আহবান করা যাচ্ছে। উক্ত প্রোগ্রামে অংশগ্রহণে আগ্রহী ও যোগ্য কর্মকর্তাগণকে http:jds-scholarship.org ওয়েবসাইট হতে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে এবং আবেদন আগামী ১২ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল ৫-০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি পৌঁছাতে হবে। মাস্টার্স কোর্সের আবেদনের নির্দেশিকা

JDS বৃত্তির অধীন জাপানে অনুষ্ঠেয় মাস্টার্স কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান / JDS বৃত্তির অধীন জাপানে অনুষ্ঠেয় পিএইচডি কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান

JDS বৃত্তির অধীন জাপানে অনুষ্ঠেয় মাস্টার্স কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান

জাপানে পিএইচডি ২০২২ । JDS বৃত্তির অধীন জাপানে অনুষ্ঠেয় পিএইচডি কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান

Caption:JDS বৃত্তির অধীন জাপানে অনুষ্ঠেয় পিএইচডি কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান

জাপানে পিএইচডি ২০২২ । আবেদনপত্র প্রেরণের শর্তাবলী 

  1. সংযুক্ত ও অনলাইনে প্রাপ্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণপূর্বক আবেদন করতে হবে।
  2. যে সকল কর্মকর্তার বয়স ০১/০৪/২০২৩ তারিখে ৪৫ বছরের কম তারা আবেদন করতে পারবেন।
  3. যারা JDS প্রোগ্রামের আওতায় ইতোপূর্বে মাস্টার্স কোর্স সম্পন্ন করেছেন এবং মাস্টার্স কোর্স সম্পন্ন করার পরে কমপক্ষে দুই বছর চাকরিরত ছিলেন, তাঁরাই উক্ত প্রোগ্রামে আবেদন করতে পারবেন;
  4. আগ্রহী যোগ্য কর্মকর্তাগণকে ২ সেট আবেদন JICE JDS Project Office-এ প্রেরণ করতে হবে।
  5. সেট আবেদনের ১ সেট সরাসরি এবং ১ সেট আবেদন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।
  6. জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান/বিভাগীয় কমিশনার/জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তাগণ জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত রেখে আবেদন অগ্রায়ন করবেন।

আবেদনপত্র কোন ঠিকানায় পাঠাতে হবে?

প্রিন্টেড কপি Japan International Cooperation Center (JICE), JDS Project Office in Bangladesh, L-261, The Pan Pacific Sonargaon,  107, Kazi Nazrul Islam Avenue, Dhaka-1215, Bangladesh ঠিকানায় পাঠাতে হবে। কোর্স সংশ্লিষ্ট যাবতীয় তথ্য, আবেদন ফরম ও ফরম পুরণের নির্দেশিকা ইত্যাদির জন্য আগ্রহী প্রার্থীগণকে jds.bangladesh1@jice.org অথবা jds.bangladesh@jice.org ঠিকানায় ই-মেইল করুন।

JDS বৃত্তির অধীন জাপানে অনুষ্ঠেয় মাস্টার্স কোর্সে অংশগ্রহণের জন্য আবেদনের মেয়াদ বৃদ্ধি PDF Download

JDS বৃত্তির অধীন জাপানে অনুষ্ঠেয় পিএইচডি কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান : ডাউনলোড
JDS বৃত্তির অধীন জাপানে অনুষ্ঠেয় মাস্টার্স কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *