সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটি প্রতিনিধি মনোনয়ন।

অর্থ বিভাগের ২৫ এপ্রিল, ২০১৯ খ্রি: তারিখের ০৭.০০ .০০০০ .০৮৩.০৬. ০৪১. ১০.(খন্ড-২)-২৭৭ নম্বর এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি: তারিখের ০৭.০০. ০০০০. ০৮৩. ০৬. ০৪১.১০(খন্ড-২)-৬৮০ আদেশমূলে জারিকৃত অফিস আদেশদ্বয় বাতিলপূর্বক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের (অধীনস্ত দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থাসহ) ১০ম, ১১শ ও ১২শ গ্রেডের ২য় শ্রেণীর বিভিন্ন পদের জন্য গঠিত বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটি (ডিপিসি)-তে অর্থ বিভাগের প্রতিনিধি হিসেবে নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে নির্দেশক্রমে মনোনয়ন /পুন:মনোনয়ন প্রদান করা হলো।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রশাসন-৩ শাখা

www.mof.gov.bd

নম্বর: ০৭.০০.০০০০ .০৮৩. ০৬. ০৪১.১০(খন্ড)-৫৮৮; তারিখ: ০৮ নভেম্বর, ২০২০

অফিস আদেশ

বিষয়: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের (অধীনস্থ দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থাসহ) ১০ম, ১১শ ও ১২শ গ্রেডের ২য় শ্রেণীর বিভিন্ন পদের জন্য গঠিত বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটি (ডিপিসি)-তে অর্থ বিভাগের প্রতিনিধি মনোনয়ন /পুন:মনোনয়ন প্রসংগে।

উপর্যুক্ত বিষয়ের অর্থ বিভাগের ২৫ এপ্রিল, ২০১৯ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.০৮৩.০৬.০৪১.১০.(খন্ড-২)-২৭৭ নম্বর এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি: তারিখের ০৭.০০. ০০০০. ০৮৩. ০৬. ০৪১.১০(খন্ড-২)-৬৮০ আদেশমূলে জারিকৃত অফিস আদেশদ্বয় বাতিলপূর্বক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের (অধীনস্ত দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থাসহ) ১০ম, ১১শ ও ১২শ গ্রেডের ২য় শ্রেণীর বিভিন্ন পদের জন্য গঠিত বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটি (ডিপিসি)-তে অর্থ বিভাগের প্রতিনিধি হিসেবে নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে নির্দেশক্রমে মনোনয়ন /পুন:মনোনয়ন প্রদান করা হলো:

৩২ জন কর্মকর্তার তালিকা

১। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের ২৭/১/২০১১ খ্রি: তারিখের ০৫.১৭০.০২২.২৪.০০.০৫০.২০১.৪৫ নম্বর পরিপত্রে উল্লিখিত কার্যপরিধি অপরিবর্তিত থাকবে।

২। মনোনীত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এর অধীনস্থ দপ্তর/পরিদপ্তরের ডিপিসি সভায় অর্থ বিভাগের প্রতিনিধিত্ব করবেন।

৩। কোন বিশেষ দিনে বা অনিবার্য কারণবশত: বিভাগীয় পদোন্নতি/নির্বাচন কমিটির নির্ধারিত সভায় যদি কোন মনোনীত কর্মকর্তা/ বিকল্প কর্মকর্তা উপস্থিত হতে অপারগ হন, তবে ছুটিকালীন বিকল্প কর্মকর্তা সভায় প্রতিনিধিত্ব করবেন। প্রয়োজনবোধে অতিরিক্ত সচিব/যুগ্ন সচিব (প্রশাসন ও সমন্বয়) অন্য কোন কর্মকর্তাকে সভায় প্রতিনিধিত্ব করার নির্দেশ প্রদান করবেন।

৪। বিভাগীয় পদোন্নতি / নির্বাচন কমিটির সভার নোটিশ অন্তত: ০৫ (পাঁচ) কার্যদিবস পূর্বে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগের জন্য মনোনীত কর্মকর্তার নিকট সরাসরি পৌছাতে হবে। প্রয়োজনে অর্থ বিভাগের Web site: www.mof.gov.bd এর Circular/orders হতে এ সংক্রান্ত অফিস আদেশ সংগ্রহ করা যাবে।

 

(সুরাইয়া জাহান)

সিনিয়র সহকারী সচিব

ফোন: ৯৫৭৬০৪২

 

দ্বিতীয় শ্রেণীর পদের জন্য গঠিত বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটি প্রতিনিধি মনোনয়ন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *