সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক আয়ে নগদ প্রনোদনা সহায়তায় সরকারি সিদ্ধান্ত।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে নিম্নোক্ত আয়সমূহ বৈধ উপায়ে দেশে প্রেরণের বিপরীতে বিদ্যমান হারে রেমিট্যান্স প্রণােদনা/নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়

ঢাকা।

www.bb.org.bd

এফই সার্কুলার পত্র নং-০৪ তারিখ – ২০ জানুয়ারী, ২০২২

প্রধান নির্বাহী/ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক।

প্রিয় মহােদয়গণ,

বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে নগদ সহায়তা প্রদান প্রসঙ্গে।

শিরােনামােক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানাে যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে নিম্নোক্ত আয়সমূহ বৈধ উপায়ে দেশে প্রেরণের বিপরীতে বিদ্যমান হারে রেমিট্যান্স প্রণােদনা/নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:

ক. Retirement benefits such as pension funds;

খ. Provident fund;

গ. Leave salary;

ঘ. Bonus and other gratuities, paid by employer;

ঙ. Retirement benefits;

০২। রেমিটকৃত অর্থের আয়ের উৎস সম্পর্কে প্রমাণকের ভিত্তিতে নিশ্চিত হতে হবে এবং আহরনের সাথে সাথে আবশ্যিকভাবে টাকায় রূপান্তর করতে হবে।

০৩। এ নির্দেশনা অত্র সার্কুলার পত্র জারির তারিখ হতে কার্যকর বলে গণ্য হবে।

০৪। রেমিট্যান্স প্রেরণের বিপরীতে প্রণােদনা/নগদ সহায়তা সংক্রান্ত ইতঃপূর্বে ইস্যুকৃত এফই সার্কুলার নং-৩১ তারিখঃ ০৬/০৮/২০১৯ এবং এর ধারাবাহিকতায় জারিকৃত সার্কুলার পত্রগুলাের অপরাপর নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

০৫। সংশ্লিষ্ট সকল পক্ষকে এতদৃবিষয়ে অবহিতকরণের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

আপনাদের বিশ্বস্ত,

কাজী রফিকুল হাসান)

মহাব্যবস্থাপক ফোন: ৯৫৩০১২৩

প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক আয় নগদ প্রনোদনা সহায়তায় সরকারি সিদ্ধান্ত: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *