নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

জ্যেষ্ঠতায় পদোন্নতি বঞ্চিত হলে যেভাবে আবেদন করবেন।

জ্যেষ্ঠতা তালিকায় শীর্ষ থাকা সত্ত্বেও পদোন্নতি বঞ্চিত হতে পারেন। এক্ষেত্রে আপনার জুনিয়র আপনার উপরের পদে আসীন হতে পারেন। এমতাবস্থায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ বিধির ব্যত্যয়ে যদি আপনি জ্যেষ্ঠতা তালিকায় শীর্ষ অবস্থানে থাকা সত্ত্বেও পদোন্নতি না পেয়ে থাকেন তবে আপনি নিচের ফরমেটে আবেদন করতে পারেন।

বরাবর

সচিব

তথ্য মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়

সেগুন বাগিচা, ঢাকা।

(যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে)

বিষয়ঃ আঞ্চলিক প্রকৌশলী পদে পদায়ন বঞ্চিত হওয়ায় রিক্রুটমেন্ট পলিসি মোতাবেক পদায়ন প্রাপ্তির জন্য আবেদন।

সূত্র নং: (১) ১৫.০০.০০০০.০২১.১৯.০০৩.১৪.২৩০(১৩) তারিখ: ১৫/১১/২০১৯ খ্রি:

          (২) ১৫.০০.০০০০.০২১.১৯.০০৩.১৪.২৪০(১৩); তারিখ: ১৭/১১/২০১৯ খ্রি:

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আঞ্চলিক প্রকৌশলী পদে রিক্রুটমেন্ট পলিসি মোতাবেক পদায়িত না হওয়ায় বঞ্চিত হয়েছি। আমি বর্তমানে উপ-আঞ্চলিক প্রকৌশলী হিসাবে বাংলাদেশ বেতার, ঢাকায় কর্মরত আছি। আঞ্চলিক প্রকৌশলী পদে পদায়নের জন্য আমি সকল শর্ত পূর্ণ করেছি। আঞ্চলিক প্রকৌশলী পদে আমার প্রার্থীতা সম্পর্কে নিম্নলিখিত প্রাসঙ্গিক তথ্যাদি সবিনয়ে উপস্থাপন করছি:

(১) জ্যেষ্ঠতা তালিকায় আমার অবস্থান-৩০

কিন্তু পদায়িত কর্মকর্তাদ্বয়ের অবস্থান যথাক্রমে- ৪১ ও ৪৯ (কপি সংযুক্ত)

(২) আমি গত ১৫/০৭/২০১৯ ইং তারিখ থেকে ১৩/১১/২০১৯ পর্যন্ত বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে আঞ্চলিক প্রকৌশলীর দায়িত্ব পালন করেছি।

(৩) চাকুরী জীবনে আমি বর্তমান দপ্তর ছাড়া মোট ০৭টি  কেন্দ্রে দায়িত্ব পালন করেছি এবং সকল দপ্তর থেকেই আমাকে না দাবী প্রত্যয়ন পত্র প্রদান করা হয়েছে (কপি সংযুক্ত)।

(৪) রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে আঞ্চলিক প্রকৌশলী পদে পদায়নের কথা বলা হয়েছে(কপি সংযুক্ত)।

সূত্রোক্ত প্রজ্ঞাপনের দ্বারা আমি নিম্নরূপ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি:

(১) এরূপ জ্যেষ্ঠতাক্রম অগ্রাহ্য করায় আমার মর্যদা ক্ষুন্ন হয়েছে।

(২) আমার বৈধ প্রাপ্যতা থেকে বিচ্যুৎ হওয়ায় আমি সামাজিক ভাবে সমস্যাগ্রস্থ হয়েছি।

(৩) আমাকে কনিষ্ঠ কর্মকর্তার অধীনস্ত করা হয়েছে। যা বিধি সম্মত নয়।

এমতাবস্থায় আমার প্রাপ্যতার বিষয় বিবেচনা করে আমাকে রিক্রুটমেন্ট পলিসি মোতাবেক জ্যেষ্ঠতার ভিত্তিতে আঞ্চলিক প্রকৌশলী পদে পদায়নের জন্য বিনীত অনুরোধ করছি।

তারিখ:-

বিনীত

আপনি চাইলে জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও পদোন্নতি বঞ্চিত হলে এভাবে আবেদন করতে পারেন PDF কপি : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *