একই সাথে পদোন্নতি গ্রহণে অনিচ্ছুক কোন কর্মচারীকে পরবর্তীতে কোন পদেই পদোন্নতির যোগ্য বলে বিবেচনা করা হবে না মর্মে তাদেরকে অবহিত করার জন্য বলা হলো এবং গ্রেডেশন তালিকায় সেই মর্মে তাদের নামের পার্শ্বে মন্তব্য কলামে নোট প্রদান করার জন্য জেলা রেজিস্ট্রারগণকে নির্দেশ প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নিবন্ধন অধিদপ্তর
১৪, আবদুল গনি রোড, ঢাকা
অফিস আদেশ
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, নিবন্ধন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন দেশের সকল জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত কর্মচারীগণের মধ্যে কেহ কেহ পদোন্নতি গ্রহণে অনিচ্ছুক / অনীহা প্রকাশ করে পরবর্তীতে পদোন্নতি গ্রহণ করবেন মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর মাধ্যমে আবেদন দাখিল করছেন। পদোন্নতি গ্রহণে অনিচ্ছুক কর্মচারীদের এরূপ আবেদন আমলে না নেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারগণকে নির্দেশ প্রদান করা হলো। একই সাথে পদোন্নতি গ্রহণে অনিচ্ছুক কোন কর্মচারীকে পরবর্তীতে কোন পদেই পদোন্নতির যোগ্য বলে বিবেচনা করা হবে না মর্মে তাদেরকে অবহিত করার জন্য বলা হলো এবং গ্রেডেশন তালিকায় সেই মর্মে তাদের নামের পার্শ্বে মন্তব্য কলামে নোট প্রদান করার জন্য জেলা রেজিস্ট্রারগণকে নির্দেশ প্রদান করা হলো। প্রয়োজনে এরূপ কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(শাহীদুল আলম ঝিনুক)
মহা-পরিদর্শক নিবন্ধন
বাংলাদেশ, ঢাকা।
পদোন্নতি খর্বকারী পরবর্তীতে কোন পদেই পদোন্নতির যোগ্য বলে বিবেচনা করা হবে না: ডাউনলোড