পাসপোর্ট করায় বেশ পবিরর্তন আনা হয়েছে –পাসপোর্ট করার পরে যাদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হয়েছে তারা বেশ বিপদেই ছিলেন– পাসপোর্ট সংশোধনের নতুন বিধান ২০২৪
পাসপোর্ট সংশোধনের নতুন নিয়ম – কেউ কেউ বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পূর্বেই পাসপোর্ট করে ফেলেন অথবা কেউ বিদেশ চলে গিয়েছেন ভুল ক্রমে পরবর্তীতে এনআইডি’র সাথে পাসপোর্টের জন্ম তারিখে মিল নেই ফলে তারা জটিলতার সম্মুখীন হচ্ছে। যাদের পাসপোর্টের জন্য তারিখ ও জাতীয় পরিচয়পত্রের জম্ম তারিখ এক নয় তারা জাতীয় পরিচয়পত্র অনুসারে পাসপোর্ট সংশোধন করতে পারবেন। অফিসিয়াল আন্তর্জাতিক মেশিন রিডেবল ই-পাসপোর্ট তৈরি সংক্রান্ত।
সরকারি কর্মচারীদেরকে সরকারি পাসপোর্ট করতে নিয়োগ কারী কর্তৃপক্ষ কর্তৃক NOC জারি করে নিতে হয়। এক্ষেত্রে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন ব্যয়ে পাসপোর্ট দেয়া হয়। এ পাসপোর্টের আরও একটি সুবিধা হচ্ছে এটি ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে না। প্রথমত, এনওসি পূরণে মন্ত্রণালয়/ বিভাগ/ কার্যালয়ের নাম দিতে হয়। ওয়েব সাইটের তথ্য প্রদান করতে হয় অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের ওয়েব সাইটের এড্রেস। দ্বিতীয়ত, কর্মরত কর্মস্থলের স্মারক নম্বর এবং ইস্যু নম্বর প্রদানের মাধ্যমে ইস্যু করে নিতে হয়। পাসপোর্ট করার এনওসি ফরম ২০২৪
বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের পাসপাের্টের জন্য আবেদনকারীদের এনআইডি ও পাসপাের্টের মধ্যে তথ্যের গড়মিল হলে এনআইডিতে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপাের্ট প্রদান করা যাবে। এতদ্ব্যতীত পাসপাের্টের জন্য আবেদনকারীদের তথ্য সংশােধনপূর্বক পাসপাের্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিস্পত্তিকরণে এ বিভাগের স্মারক নং-৫৮.০০.০০০০,০৪৩.৩২.০০৭.১৭ (অংশ).৬৩, তারিখ-২৮ এপ্রিল, ২০২১ খ্রি. এ জারীকৃত পরিপত্র অনুসৃত হবে। সুরক্ষা সেবা বিভাগ হতে ০৯/১২/২০২১ তারিখে জারীকৃত পরিপত্রটি এতদ্বারা বাতিল করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিদেশে বসেই পাসপোর্ট নবায়ন করা যাবে / বয়সও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সংশোধন করা যাবে
জাতীয় পরিচয়পত্রকে বেইজ ধরে পাসপোর্ট সংশোধন করা যাবে
Caption: New Circulars for passport correction
পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট করার ফি কত? । বাংলাদেশে ই পাসপোর্ট ক্ষেত্রে (১৫% ভ্যাট সহ) ফি
- ৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট> নিয়মিত বিতরণ: ৪,০২৫ টাকা । জরুরী বিতরণ: ৬,৩২৫ টাকা । অতীব জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা।
- ৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট> নিয়মিত বিতরণ: ৫,৭৫০ টাকা । জরুরী বিতরণ: ৮,০৫০ টাকা । অতীব জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা।
- ৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট> নিয়মিত বিতরণ: ৬,৩২৫ টাকা। জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা । অতীব জরুরী বিতরণ: ১২,০৭৫ টাকা।
- ৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট> নিয়মিত বিতরণ: ৮,০৫০ টাকা । জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা। অতীব জরুরী বিতরণ: ১৩,৮০০ টাকা।
পাসপোর্ট নবায়ন বা রিনুয়ালে নাকি পাসপোর্ট অফিসে যেতে হয় না?
এখনও যেতে হয়। পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে খুব শীঘ্রই আর পাসপোর্ট নবায়নের অফিসে যেতে হবে না। যেহেতু জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং পুলিশ ভেরিফিকেশনও বাদ দেওয়া হচ্ছে তাই সরকারি সিদ্ধান্ত নিচ্ছে যে, ভবিষ্যতে পাসপোর্ট ধীদের পাসপোর্টের মেয়াদ শেষ হলে সেটি নবায়ন করতে আর পাসপোর্ট অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না।