বেতনস্কেল উন্নীত হওয়ার পূর্বে সহকারী শিক্ষক পদধারীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন/ প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বমেস আহরিত /প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে;
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন-১, অধিশাখা।
নং-০৭.০০.০০০০.১৬১.৩৮.০০৭.১৩-৯১; তারিখ: ১২ আগস্ট , ২০২০
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের সহকারী শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ প্রসঙ্গে।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮.০০.০০০০.০০৮.১২.০০১.১৭.২৫৪; তারিখ: ২৮০৭/২০২০ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগ কর্তৃক নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলো:
ক) বেতনস্কেল উন্নীত হওয়ার পূর্বে সহকারী শিক্ষক পদধারীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন/ প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বমেস আহরিত /প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে;
খ) বেতন স্কেল উন্নীকরণের তারিখে টাইমস্কেলসহ নিরুপনকৃত স্কেলে কোন কর্মচারীর বর্তমান মূল বেতন উক্ত স্কেলের সর্বনিম্ন ধাপের কম হলে সর্বম্নি ধাপে বেতন নির্ধারণ করতে হবে।
গ) বর্তমান মূল বেতন নিরুপনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশী হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান হলে সেই ধাপে বেতন নির্ধারণ করতে হবে;
ঘ) বর্তমান মূল বেতন নিরুপনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশ হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান না হলে সে ক্ষেত্রে অব্যবহিত উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে এবং
ঙ) স্কেল উন্নীকরণের আদেশ জারীর পূর্বেল কোন বকেয়া প্রাপ্য হবেন না।
প্রতি, সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
(হায়াত মো: ফিরোজ)
উপসচিব
ফোন: ৯৫৫০৭৮১
প্রাথমিকের সহকারী শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতনে আর কোন বাধা নেই: ডাউনলোড
প্রাথমিকের সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের কপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পৃষ্ঠাংকন করণের কপি: ডাউনলোড