ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

সরকারি কর্মচারীর বদলি জনিত ভ্রমণ বিল হিসাব করার নিয়ম ২০২২

একজন সরকারী কর্মচারী ঢাকা থেকে বরিশাল বদলী হইয়া তাহার স্ত্রী সহ নতুন কর্মস্থলে গমন করেন। তিনি টি, এ, ও ডি, এ, বাবদ কত টাকা প্রাপ্য হবেন উল্লেখ্য তিনি বাসে ভ্রমণ করেন। মূল বেতন ১০২৬০ টাকা মাত্র।

ক) ঢাকা টু বরিশাল সরকারী কর্মচারীর বদলীর কারণে টিএ বিল (গ শ্রেণী)

  • নিজের জন্য দুইটি বাস ভাড়া = ৬৫০/- (২ গুণ)
  • স্ত্রীর জন্য ১টি বাস ভাড়া = ৬৬৫০ (১ গুণ)
  • কেন্দ্র থেকে ছাড়তে মাইলেজ হিসাব হবে ১৬ কিলোমিটার ২.২৫ টাকা হারে = ৩৬ টাকা
  • গন্তব্যে পৌছাতে ৭ কিলোমিটার ২.২৫ টাকা হারে ১৫ টাকা।

খ) ব্যক্তিগত মালামাল  বাসে পরিবহনের কারনে (৭০০ কেজি, প্রতি ১০০ কি:মি: জন্য ২ টাকা হারে) = ৭০০*২০০/১০০*২ = ২৮০০ টাকা।

গ) প্যাকিং চার্জ বাবদ প্রাপ্য = ৭৫০/-

ক+খ+গ = সংশিষ্ট কর্মচারীর প্রাপ্য বদলী ভ্রমণ ভাতা = ৫,৫৫১ টাকা

কর্মচারীর বদলি জনিত টিএ বিল নমুনা ২০২২

টিএ বিল নমুনা

টিএ বিলের নমুনা হিসাব

সরকারি কর্মচারীর বদলি জনিত ভ্রমণ বিল হিসাব করার নিয়ম সম্পূর্ণ টিএ বিল PDF: ডাউনলোড

সরকারি চাকুরীজিবীর ভ্রমন ভাতা গেজেট-২০১৬

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

19 thoughts on “সরকারি কর্মচারীর বদলি জনিত ভ্রমণ বিল হিসাব করার নিয়ম ২০২২

  • বদলি জনিত ভ্রমণ বিলের ক্ষেত্রে আমার একটি জিজ্ঞাস্য বিষয়ঃ
    উপরে বদলিজনিত যে ভ্রমণ ভাতা দেখানো হযেছে উক্ত ব্যক্তি কি কোন দৈনিক ভাতা পাবেনা এবং সাধারণত লঞ্চ, বাস ‍কিংবা বিমান এ ভ্রমনের ক্ষেত্রে গুনিতক থাকে যেমন দিগুন, ১.৮গুন অথবা ১.২০ তা কি এখানে প্রযোজ্য হবেনা?
    উত্তরগুলো জানতে পারলে উপকৃত হতাম।
    ধন্যবাদ।

  • বদলিজনিত ভ্রমণ বিলের ক্ষেত্রে দৈনিক ভাতা প্রযোজ্য নয়। বদলিজনিত ভ্রমণের ক্ষেত্রে দ্বিগুন হয় না বা বিমানে ১.২ বা লঞ্চে ১.৮ গুন হয় না। এখানে শুধু টিকিট হিসাব করা হয়। ভ্রমনকারীর জন্য ২টি এবং পরিবারের সর্বোচ্চ ৩ সদস্যের জন্য ৩টি। তাই ৫ দিয়ে গুন করতে পারবেন।

  • সংযুক্তিতে বদলীর ক্ষেত্রে কি বদলী জনিত ভ্রমন বিল পাওয়া যায়?

  • অবশ্যই যাবে। কেন যাবে না? এমন কোন বিধান নাই। জনস্বার্থে কথাটি আদেশে লেখা থাকতে হবে।

  • নতুন চাকুরিতে হেড অফিসে যোগদানের পর পদায়নকৃত কর্মস্থলে যোগদানের জন্য কি কি বদলী ব্যয় পাওয়া যাবে???? সরাসরি হেড অফিসে যোগদানের পর সেখানে ২ দিন ট্রেনিং শেষে নতুন কর্মস্থলে যোগদান করি । এক্ষেত্রে কি বদলী ব্যয় পাবো????

  • না। যদি উল্লেখ থাকে টিএ ডিএ প্রাপ্য তবে পাবেন।

  • বিভাগীয় মামলার ক্ষেত্রে শুনানিতে উপস্থিত হওয়ার জন্য অভিযুক্ত কোনো টিএ ডিএ পাবে কি?

  • নতুন নিয়মে বদলি জনিত বিলের ফরমেট জানতে চাই।

  • বদলী জনিত ভ্রমন বিলের ক্ষেত্রে যে স্থানে রেল যোগাযোগ রয়েছে সেখানে বাস দিয়ে ভ্রমন বিল করা যাবে কি?

  • এখন আর রেল বাস নাই। দূরত্ব কে রেট দিয়ে গুন করা হয়।

  • বাবা মা ভাই, বোন, কাজের বুয়া বা অন্য কাউকে (সন্তান ব্যতিত) কি পরিবারের সদস্য হিসেবে দেখানো যাবে?

  • এখন অনলাইন হওয়ার ফলে পরিবার উল্লেখ করলে সব অটো হিসাব আসে তাই আলাদা করে যোগ করার সুযোগ নাই।

  • বদলীজনিত ভ্রমনের ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা জানাতে হয়। সেক্ষেত্রে, অবিবাহিত বা সদ্য বিবাহিত কোন চাকরীজীবীর পরিবারে সদস্য সংখ্যা কত্ হবে? স্ত্রীসহ ২ জন নাকি বাবা-মা, স্ত্রী নিয়ে ৪ জন?

  • বদলীজনিত ভ্রমনের ক্ষেত্রে বাবা-মাকে পরিবারের সদস্য হিসেবে গণ্য করা যাবে কি না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *