কোনো জেলা বা ইউনিটে পদোন্নতিযোগ্য শুন্যপদ সৃজিত হলে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণকরত কেন্দ্রিয় মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীকে পদোন্নতি প্রদানের মাধ্যমে উক্ত শুন্যপদটি পূরণ করতে হবে। এক্ষেত্রে মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থী অন্য জেলা/ ইউনিটে কর্মরত থাকলে শুন্যপদ সংশ্লিষ্ট জেলা/ ইউনিটে বদলিপূর্বক পদোন্নতি কার্যকর করতে হবে;
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ
পুলিশ হেডকোয়াটার্স
৬, ফিমিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা-১০০০
www.police.gov.bd
স্মারক নং: ৪৪.০১.০০০০.০২৮.১৩.০১৭.১৯.৩৫২(১৪০); তারিখ: ২৯ জুলাই, ২০২০
বিষয়: বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সংক্রান্ত সংশোধনী প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রামে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা/ কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরিক্ষার উত্তরপত্রের মূল্যায়ন, মেধাতালিকা প্রণয়ন এবং পদোন্নতি প্রদান সংক্রান্ত নিম্নবর্ণিত সংশোধন করা হয়েছে।
১.১ বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা/ কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রতিটি পদের জন্য কেন্দ্রীয়ভাবে পৃথক পৃথক মেধা তালিকা প্রণনয় করতে হবে।;
১.২ কেন্দ্রিয়ভাবে অনুমোদিত মেধাতালিকার মেয়াদ পরবর্তী খ্রিষ্টীয় পঞ্জিকা বৎসরের ০১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। কোনো জেলা বা ইউনিটে পদোন্নতিযোগ্য শুন্যপদ সৃজিত হলে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণকরত কেন্দ্রিয় মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীকে পদোন্নতি প্রদানের মাধ্যমে উক্ত শুন্যপদটি পূরণ করতে হবে। এক্ষেত্রে মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থী অন্য জেলা/ ইউনিটে কর্মরত থাকলে শুন্যপদ সংশ্লিষ্ট জেলা/ ইউনিটে বদলিপূর্বক পদোন্নতি কার্যকর করতে হবে;
১.৩ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় লিখিত পরীক্ষার উত্তরপত্র কেন্দ্রীয়ভাবে পুলিশ হেডকোয়াটার্স কর্তৃক মনোনীত টিম দ্বারা মূল্যায়ন করা হবে;
১.৪ টিএন্ডআইএম-এর পরীক্ষার বিষয়বস্তু, নম্বর বন্টন ও সিলেবাস ভিন্ন হওয়ায় কেন্দ্রিয় মেধাতালিকা অন্তর্ভূক্ত হবে না। এক্ষেত্রে মেধাতালিকা প্রণয়ন ও পদোন্নতি প্রদান সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করে সম্পন্ন করতে হবে।
এ নির্দেশনা বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মকর্তা / কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২০ হতে কার্যকর হবে।
মোহাম্মদ নাসিরুল ইসলাম, বিপিএম-সেবা
বিপি ৭৪০৩০২৭৮৫৭
এআইজ (রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়ার প্ল্যানিং-২)
বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা।
ফোন: ৫৫১০১৬৪০
বাংলাদেশ পুলিশে বিভাগীয় পদোন্নতিতে পদ ভিত্তিক পৃথক পৃথক মেধা তালিকা: ডাউনলোড