পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

বিধবা স্ত্রীগণের আজীবন পেনশন প্রাপ্তী সংক্রান্ত।

যে সকল বিধবা স্ত্রীগণের পারিবারিক পেনশন ভোগের মেয়াদ ১/৬/১৯৯৪ তারিখের পূর্বে সমাপ্ত হয়েছে তাদেরকে আজীবন পেনশণ প্রদানের সুযোগ সূত্রোস্থ স্মারকে প্রদান করা হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, এ সুযোগটি অনির্দিষ্টকাল পর্যন্ত প্রচলিত থাকলে এর অপব্যবহারের প্রবণতা সৃষ্টি হতে পারে।

বেতন ও পেনশন নির্ধারণ সহায়িকা -৮৫৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাস্তবায়ন ও প্রবিধি অনুবিভাগ

বাস্তবায়ণ ও প্রবিধি অনুবিভাগ

প্রবিধি শাখা-১

নং-অম/অবি/বিধি-১/৩পি-২০/৯৫/১০৩; তারিখ: ২৩-০৭-২০০১ ইং

বিষয়: বিধবা স্ত্রীগণের আজীবন পেনশন প্রাপ্তী সংক্রান্ত।

সূত্র: অর্থ বিভাগ এর স্মারক নং-অম/অবি/বিধি-১/৩পি-২০/৯৫/৯৩(২০০); তারিখ: ৩০/০৯/১৯৯৫ ইং

যে সকল বিধবা স্ত্রীগণের পারিবারিক পেনশন ভোগের মেয়াদ ১/৬/১৯৯৪ তারিখের পূর্বে সমাপ্ত হয়েছে তাদেরকে আজীবন পেনশণ প্রদানের সুযোগ সূত্রোস্থ স্মারকে প্রদান করা হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, এ সুযোগটি অনির্দিষ্টকাল পর্যন্ত প্রচলিত থাকলে এর অপব্যবহারের প্রবণতা সৃষ্টি হতে পারে।

২। বিষয়টি পর্যালোচনাক্রমে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ১/৬/১৯৯৪ তারিখের পূর্বে তৎকালীন প্রচলিত বিধান অনুযায়ী যে সকল বিধবা স্ত্রীদের পারিবারিক পেনশণ ভোগের সময় সীমা (১৫ বৎসর) উত্তীর্ণ হয়েছে এবং তাঁদের মধ্যে যারা এখনও পর্যন্ত সূস্ত্রোস্থ স্মারক অনুযায়ী আজীবন পেনশন প্রাপ্তির জন্য আবেদন করেননি, আগামী ৩১/০৭/২০০১ ইং তারিখের পর তাঁদের আর পারিবারিক পেনশন প্রাপ্তির জন্য আবেদন করার সুযোগ থাকবে না এবং উক্ত তারিখের পর এ ধরনের আবেদনের ক্ষেত্রে পারিবারিক পেনশন মঞ্জুর করাও যাবে না।

৩। সূত্রোস্থ স্মারকখানি এই মর্মে সংশোধিত হয়েছে বলে গণ্য হবে।

স্বাক্ষরিত//-

(মো: শামসুজ্জোহা)

যুগ্ন-সচিব (বাস্তবায়ন ও প্রবিধি)

বিধবা স্ত্রীগণের আজীবন পেনশন প্রাপ্তী সংক্রান্ত: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *