কেন এনওসি নিতে হয়?–NOC দুটি কারণে নিতে হয়। প্রথমত আপনার বর্হি:বাংলাদেশ গমনে বিভাগ বা আপনার দপ্তরের কোন আপত্তি নেই সে বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হয়। একটি এনওসি জারির ৬ মাস পর্যন্ত তা বলবৎ থাকে। এনওসিতে যে কর্মচারী বা কর্মচারীর পরিবারের সদস্যের নাম উল্লেখ থাকে তাদের পুলিশ ভেরিফিকেশন হয় করতে হয় না।

একটি এনওসি দিয়ে পরিবারের সকলের পাসপোর্ট করা ও বিদেশ গমনের সরকারি অনুমতি মঞ্জুর হয়। এনওসি জারির ফলে পরিবারের একাধিক সদস্য আপনার বা কর্মচারীর সাথে বিদেশ গমণ করতে পারেন। যদি আপনি চিকিৎসা বা তীর্থস্থান জিয়ারতের জন্য কোন বৈদেশিক ভ্রমণ করে তবে পরিবারের পাসপোর্ট খুব সহজেই করতে পারেন তাতে কোন পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন পড়বে না।

এনওসি আপনি নিজ হাতে বা কম্পিউটারে কম্পোজ করে পূরণ করতে পারেন। এনওসি পুরণের ক্ষেত্রে বর্তমান পদ পদবি, ঠিকানা সঠিক ভাবে ইনপুট দিতে হয়। জন্ম নিবন্ধন নম্বর এবং অবসর গ্রহণের তারিখ চাকরি বই বা সার্ভিস বিবরণী অনুসারে লিখতে হয়। অবসর গ্রহণের তারিখ বের করার ক্ষেত্রে জন্ম তারিখের সাথে ৫৯ যোগ করে বের করতে হয়।

এনওসি পূরণ করার নিয়ম ২০২২ / How to fillup NOC form by self

যদি ভ্রমণে আপনার পরিবার যায় অথবা পাসপোর্ট করিয়ে রাখতে চান তবে পরিবারের সদস্যদের তথ্য দিতে হবে। স্ত্রী, কন্যা, পুত্রদের জন্ম তারিখ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নম্বর লিখতে হবে পূর্ণ নাম সহ।

এনওসি কিভাবে পূরণ করতে হয়?

Caption: NOC Certificate Filled up by self / NOC for passport for private employees bangladesh is not save for all

What to keep in mind to fillup NOC of Government Employee

  1. First Collect your NOC Form PDF or Word File
  2. স্পষ্টাক্ষরে সকল তথ্য লিখতে হবে। প্রয়োজনে টাইপ করতে হবে।
  3. পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রে প্রথমে স্ত্রীর তথ্য এবং পর পর সন্তানদের তথ্য দিন। ক্রমিক নং প্রয়োজনে বাড়িয়ে নিন।
  4. এনওসি প্রদানকারী কর্মকর্তার সিল ও স্বাক্ষর নিশ্চিত করুন। (অফিস প্রধানের সিল ও স্বাক্ষর নিতে হবে)
  5. এনওসি স্বাক্ষর হলেই হবে না, এটি অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোড করতে হবে।
  6. অফিসের গোল সিল অবশ্যই দিতে হবে।

এনওসি না নিয়ে কি সরকারি চাকরিজীবী পাসপোর্ট করতে পারবেন?

হ্যাঁ। পারবেন। এক্ষত্রে পুলিশ ভেরিফিকেশন লাগবে এবং পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি যে পাসপোর্টই আপনি করেন না একই কালার বা ধরনের পাসপোর্ট পাওয়া যায়। পরিবারসহ খুব সহজেই পাসপোর্ট পাওয়া যায়। এছাড়া সরকারি চাকরিজীবীগণ ভারত সহ বেশ কিছু দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

বিভাগীয় অনাপত্তি সনদ (NOC) নমুনা ফরম।