সরকারি কর্মচারীগণ তার নিজ দপ্তরে বয়স থাকা সাপেক্ষে নতুন সার্কুলারে অন্য কোন পদে আবেদন করার ক্ষেত্রে নিম্নোক্ত নমুনা পত্রের মাধ্যমে কর্তৃপক্ষের নিকট হতে অনুমতির মাধ্যমে চাকুরির জন্য আবেদন করতে পারে।
বরাবর
মহাপরিচালক
বাংলাদেশ বেতার
সদর দপ্তর
৩১, সৈয়দ মাহবুব মোর্শেদ স্বরনি
আগারগাঁও, ঢাকা-১২০৭।
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে
বিষয়ঃ উচ্চমান সহকারী পদে আবেদন করার জন্য অনুমতি প্রদান প্রসঙ্গে।
মহোদয়,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি গত ২১/০৮/২০১৩ইং তারিখে অফিস সহায়ক পদে বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা কেন্দ্রে যোগদান করি। ২৭/০৩/২০২০ইং তারিখের ১৫.৫৩.০০০০.০১৩.১১.০৫৯.১৯-২৩৭ নং স্মারক মোতাবেক বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চমান সহকারী পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হয়ে অন লাইনে আবেদন করতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা আমাকে উক্ত পদে আবেদন করার অনুমতি দানে আপনার সদয় মর্জি হয়।
নিবেদক
তারিখঃ ০১/০৬/২০২০ইং।
(আমিনুল ইসলাম)
অফিস সহায়ক
বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা।
বিভাগীয় সার্কুলারে চাকরির আবেদনের অনুমতি পত্র (নমুনা): ডাউনলোড