বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে তিতাস গ্যাস মিসন এণ্ড ভিবিউশন কোম্পানী লিমিটেড, বাখরাবাদ গ্যাস ভিখিবিউশন কোম্পানী লিমিটেড, জালালাবাদ গ্যাস Wলন এত ডিবিউশন সিস্টেম লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিগ্রিবিউশন কোম্পানী লিমিটেড এবং সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড এর ভোক্তাপর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনঃনির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন
টিসিবি ভবন (৪র্থ তলা) ১, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ওয়েবসাইট www.berc.org.bd
নং-২৮.০১.০০০০.০১২১৪,০০৯,২২,২৫২৩ তারিখ: ০৪ জুন ২০১২ খ্রিণ
বিজ্ঞপ্তি
ভােক্তাপর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার, ২০২২
বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে তিতাস গ্যাস মিসন এণ্ড ভিবিউশন কোম্পানী লিমিটেড, বাখরাবাদ গ্যাস ভিখিবিউশন কোম্পানী লিমিটেড, জালালাবাদ গ্যাস Wলন এত ডিবিউশন সিস্টেম লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিগ্রিবিউশন কোম্পানী লিমিটেড এবং সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড এর ভোক্তাপর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনঃনির্ধারণের প্রস্তাব সংবলিত আবেদনের বিষয়ে আগ্রহী পক্ষগণকে শুনানি প্রদানপূর্বক সকল তথ্যাদি পর্যালোচনা ও বিশ্লেষণান্তে উক্ত লাইসেন্সীসমূহ কর্তৃক ভােক্তাপর্যায়ে সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসের মূল্যহার নিম্নলিখিতভাবে পুনঃনির্ধারণ করা হলো:
২। গৃহস্থালি ব্যতীত অন্যান্য গ্রাহকশ্রেণি যথা: বিদ্যুৎ সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র); ক্যাপটিভ বিদ্যুৎ (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্ল্যান্ট ও বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র); সার; শিল্প; চা-শিল্প (চা-বাগান); বাণিজ্যিক (হােটেল এন্ড রেস্টুরেন্ট ও অন্যান্য) এবং সিএনজি এর ক্ষেত্রে প্রতি ঘনমিটারে (মাসিক অনুমােদিত লােডের বিপরীতে) ০.১০ টাকা হারে ডিমান্ড চার্জ প্রযােজ্য হবে। তবে বিদ্যুৎ গ্রাহকশ্রেণির আওতাধীন কোনাে বিদ্যুৎ কেন্দ্রে এবং সার গ্রাহকশ্রেণির আওতাধীন কোনো সার কারখানায় কোনো মাসে গ্যাস সরবরাহকারী/বিতরণ কোম্পানী কর্তৃক ১৫ (পনেরো) দিন বা তার বেশি গ্যাস সরবরাহ বন্ধ রাখা হলে উক্ত গ্রাহকের ক্ষেত্রে উক্ত মাসে ডিমান্ড চার্জ প্রযোজ্য হবে না।
৩। সিএনজি গ্রাহকের মূল্যহার অপরিবর্তিত থাকবে। প্রতি ঘনমিটার সিএনজির মূল্যহারের মধ্যে ফিড শ্যাসের মূল্যহার ৩৫.০০ | টাকা এবং অপারেটর মার্জিন ৮.০০ টাকা অন্তর্ভুক্ত।
৪। এ আদেশ বিল মাস জুন ২০২২ থেকে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
৫। প্রি-পেইড মিটার গ্রাহকগণ যথাশীঘ্র নতুন মূল্যহার অনুযায়ী তাদের প্রে-পেইড কার্ড হালনাগাদ করে নিবেন।
কমিশনে আদেশক্রমে
ব্যারিস্টার খলিলুর রহমান খান
সচিব, বিইআরসি।
ভােক্তাপর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার ২০২২: ডাউনলোড