নির্বাচনের সময় ছাড়াও জাতীয় পরিচয়পত্র এখন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। জাতীয় পরিচিতি নম্বর-National Identification Number (NID) হচ্ছে জাতীয় পরিচয়পত্রে কমিশন কর্তৃক প্রদত্ত পরিচিতি নম্বর। জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এই আইনের অন্যান্য ধারায় যাহা কিছুই থাকুক না কেন, সাধারণভাবে কোন নাগরিককে জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্দেশ্যে তাহার স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসরত ঠিকানায় নিবন্ধন করা হইবে এবং উক্ত ঠিকানা অনুযায়ী জাতীয় পরিচিতি নম্বর প্রদান করিতে হইবে।
ভোটার এলাকার নাম বের করার নিয়ম
আপনার যদি একটি জাতীয় পরিচয়পত্র বা শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নম্বর থাকে আপনি খুব সহজেই অনলাইনে https://services.nidw.gov.bd/nid-pub/voter-info এই লিংকে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করে ক্যাপচা পূরণ করত: ভোটার এলাকার নম্বর বের করতে পারেন। এ কাজটি আপনার স্মার্ট ফোন বা নিজের কম্পিউটার ব্যবহার করে সেরে নিতে পারেন।
ভোটার নং বা ভোটার নম্বর দেখবেন যেভাবে
নির্বাচনের সময় ভোট দানের ক্ষেত্রে ভোটার নম্বর একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আপনি চাইলে নিজে নিজেই অনলাইনে ভোটার নং দেখতে বা বের করে নিতে পারেন। এজন্য উপরে নিয়ম অনুসারে প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/voter-info এই লিংকে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করে ক্যাপচা পূরণ করত: ভোটার নং বের করতে পারেন।
সিরিয়াল নং বের করার পদ্ধতি ২০২২
স্থানীয় বা জাতীয় নির্বাচন কেন্দ্রে ভোটদানের ক্ষেত্রে আপনার সিরিয়াল নম্বর নিয়ে জাতীয় পরিচয়পত্র মূল কপি সহ কেন্দ্রে প্রবেশ করতে হবে। সহজেই আপনার নাম ও তথ্য খুজে পেতে কেন্দ্রে ভোটগ্রহণকারীর সুবিধার্থে সিরিয়াল নং প্রয়োজন পড়ে। অন্য কারও উপর ভরসা না করে আপনি নিজেই সিরিয়াল নং অনলাইন হতে সংগ্রহ করতে পারেন। সাধারণত সিরিয়াল নম্বর স্থানীয় বা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর সমর্থকগণ নিজ দায়িত্বে ভোটারকে প্রদান করে ফলে ভোটার এ সুবিধা প্রাপ্তির ফলে কিছুটা হলেও প্রভাবিত হয়। যদি আপনি নিজেই সিরিয়াল নম্বরটি বের করতে পারেন আপনার মোবাইল থেকে তবে কারও সহায়তা নিতে হলো না। এতে করে আপনি দায়মুক্ত থাকতে পারেন।
এনআইডি কার্ড চেক করার মাধ্যমে আপনি ভোটার এলাকার নাম ও নম্বর দেখতে পাবেন। এছাড়াও সিরিয়াল নম্বর, পিন নম্বর এবং নতুন পুরাতন আইডি কার্ড নম্বর ইত্যাদি দেখতে পাবেন।