জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

মটর গাড়ী অগ্রিমের সুদ নির্ণয় করুন।

সরকারি কর্মচারীগণ এখনও নিম্নবর্ণিত হারে গৃহ নির্মাণ ঋণ, মোটর সাইকেল ঋণ ও মোটর কার ঋণ পেয়ে থাকেন। তাই আসল পরিশোধ করে সুদ নির্ণয়ের প্রয়োজন পড়ে। সুদ পরিশোধ সাপেক্ষে বিমোচন পত্র সংগ্রহ করতে হবে।

মোটর সাইকেলের অগ্রিমের সুদ নির্ণয়: অগ্রিমের পরিমাণ ৩৫,০০০ টাকা। কিস্তি সংখ্যা ৬০। সুদের হার ১০%।

সুদ = ৩৫,০০০*৬০+১/২*১/১২*১০/১০০ = ৮,৮৯৫.৮৩ টাকা।

মটর সাইলেকের অগ্রিমের সুদ নির্ণয়

উক্ত সুদ ১৬ কিস্তিতে কর্তন করিতে হইবে। ৫৮৩ টাকা হারে ১৫ কিস্তি এবং ১৫০.৮৩ টাকা হারে ১ কিস্তি। কারণ সুদের কিস্তি অগ্রিমের কিস্তির চাইতে বেশি হইবে না।

মটর গাড়ী অগ্রিমের সুদ নিণয়;

মটর গাড়ী ক্রয় বাবদ ২০-৮-১৯৯৫ তারিখে ৬০,০০০ টাকা অগ্রিম গ্রহণ করেন। উক্ত অগ্রিম ৬০ কিস্তিতে কর্তন করিতে হইবে। সুদের হার ১০% হারে কিস্তিতে প্রতি মাসে ১০০০ টাকা এবং উক্ত কিস্তির টাকা সেপ্টেম্বর ১৯৯৫ মাস হইতে কর্তন করার কথা। কিন্তু জানুয়ারী ১৯৯৫ মাস হইতে বেতন বিলের মাধ্যমে আদায় আরম্ভ হয়। এক্ষেত্রে তাহার অগ্রিমের সুদ নির্ণয়।

যেহেতু তিনি যথাসময়ে কিস্তির অর্থ পরিশোধ করেন নাই সেহেতু উপরোক্ত তথ্যে ভিত্তিতে ১% দন্ড সুদ সহ অগ্রিমের সুদ কর্তন করিতে হইবে।

সুদ = ৬০,০০০*৬০+১/২*১/১২*১১/১০০ = ১৬,৭৭৫ টাকা।

মটর কার /মটর সাইকেল/গৃহ নির্মাণ/সাইকেল অগ্রিমের সুদ নির্ণয়-

সুদ = N*n+1/2*1/12*R/100

N = Amount of Advance

n = Number of installments

R = The Rate of Interest

টীকা: – সুদ কিস্তিতে আদায় করিতে হইবে। তবে সুদের কিস্তির পরিমাণ মূল কিস্তির হারের অধিক হইবে না।

উদাহরণ: ৬০,০০০ টাকা মটর কার অগ্রিম ৬০ কিস্তিতে কর্তন করিতে হইবে এবং সুদের হার ১০% ।

সুদ = ৬০০০০*৬০+১/২*১/১২*১০/১০০ = ১৫,২৫০ টাকা।

গৃহ নির্মাণ অগ্রিমের সুদ নির্ণয়

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *