মুক্তিযোদ্ধাদের সমাহিত ও সৎকার যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে – উপজেলা ফান্ড হতে তা মিটানো হবে– মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত ২০২২
মুক্তিযোদ্ধা কে? –১৯৭১ ইংরেজি সনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শোষণ ও অত্যাচারের হাত থেকে পূর্ব পাকিস্তানের বাঙালী নাগরিকদের বাঁচানোর জন্যে যাঁরা জীবন বাজি রেখে মুক্তি-সংগ্রামে বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহণ করেছিলেন তাঁরা বাংলাদেশের মুুক্তিযোদ্ধা হিসেবে সমধিক পরিচিত। তবে সরকারি খরচে সমাহিত ও সৎকার হতে হলে অবশ্যই তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা হতে হবে।
চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালন কোড ১৫৭০১০১ বিশেষ কার্যক্রম অপারেশন কোড ১২০০০১৮০৭ যুদ্ধাহত এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের ৩৭২১ নগদ সামাজিক সহায়তা সুবিধাদির আওতায় ৩৭২১১০৩ কোডে দাফন বাবদ অনুদান খাতে বরাদ্দকৃত ১০,৫৫,০০,০০০ (দশ কোটি পঞ্চান্ন লক্ষ) টাকা হতে সর্বমোট ৯,০১,৪২,৯০০/- (নয় কোটি এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শত) টাকা।
প্রয়াত মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের জন্য তাৎক্ষণিক ব্যয় নির্বাহের নিমিত্ত শর্তানুসারে সারণীতে বর্ণিত বিভাজন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের অনুকূলে নামের পার্শ্বে প্রদর্শিত পরিমান অর্থ ছাড়করণে আর্থিক মঞ্জুরী জ্ঞাপন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা দাফন কাফন/ সৎকার বাবদ ব্যয় বরাদ্দ প্রদান করা হয়েছে / জনপ্রতি কত বরাদ্দ প্রদান করা হয়েছে।
প্রতি উপজেলায় সর্বনিম্ন ১,৪৮,২০০ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবেন।
প্রয়াত মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের জন্য তাৎক্ষণিক ব্যয় নির্বাহের নিমিত্ত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে দাফন বাবদ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ হতে মোট ৯,০১,৪২,৯০০/- (নয় কোটি এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শত) টাকার আর্থিক মঞ্জুরী জ্ঞাপন PDF Download
মুক্তিযোদ্ধা দাফন কাফন বা সৎকার ব্যয় পাওয়ার শর্তাবলী ২০২২ । সরকারি নির্ধারিত বাজেট হতে ব্যয় নির্বাহ করা হবে।
- ছাড়কৃত উপরোক্ত অর্থ চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ১২০০০১৮০৭-৩৭২১১০৩ দাফন বাবদ অনুদান খাত হতে মেটানো হবে;
- ছাড়কৃত অর্থ জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ যথাযথ বিলের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা/উপজেলা ট্রেজারী থেকে উত্তোলন করবেন;
- মুক্তিযোদ্ধার মৃতদেহ সৎকার, সমাহিত ও মৃতদেহ পরিবহন ব্যয় বাবদ প্রদত্ত অর্থ অন্যকোন উদ্দেশ্যে ব্যয় করা যাবেনা;
- এ অর্থ ব্যয়ে যাবতীয় সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে। অর্থ ব্যয়ে কোন অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন;
- ছাড়কৃত অর্থ ৩০ জুন ২০২৩ তারিখের পর অ-ব্যয়িত থাকলে সরকারি কোষাগারের সংশ্লিষ্ট খাতে (নম্বর- ১-৬৩০১-০০০১-২৬৭১) জমা করে অত্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে;
- বিগত বছরে বরাদ্দকৃত অর্থের ব্যয় বিবরণী এখনো না পাওয়ায় অডিট আপত্তির সম্মুখীন হতে হচ্ছে। সংশ্লিষ্ট এ বরাদ্দ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে পূর্বের ব্যয় বিবরণী অত্র মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। ব্যয় বিবরণী না পাওয়া গেলে কোনক্রমেই পরবর্তী কিস্তির অর্থ
ছাড় করা হবে না ।
মুক্তিযোদ্ধা মৃত্যু পরবর্তী ব্যয় নির্বাহ হবে কোথা হতে?
এই ব্যয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থবছরের বাজেট কোড ১২০০০১৮০৭-৩৭২১১০৩ দাফন বাবদ অনুদান খাতে বরাদ্দকৃত ১০,৫৫,০০,০০০ (দশ কোটি পঞ্চান্ন লক্ষ) টাকা থেকে মেটানো হবে। চলতি ২০২২-২৩ অর্থবছরে সারণীতে বর্ণিত জেলা এবং উপজেলাসমূহের নামের পার্শ্বে উল্লিখিত পরিমাণ অর্থ জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসারগণ সংশ্লিষ্ট জেলা/উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় হতে উত্তোলন করবেন। প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট জেলা/উপজেলা হিসাবরক্ষণ অফিসে সারণীর বর্ণনানুসারে সর্বমোট ৯,০১,৪২,৯০০/- (নয় কোটি এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শত) টাকার অথরিটি প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।