নীতিমালা অনুযায়ী ভর্তির বিজ্ঞপ্তি, প্রশ্নপত্র প্রণয়ন, আবেদন প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, ফলাফল চূড়ান্তকরণ ও প্রকাশ ৬.১ এ বির্ণত মাইগ্রেশন কার্যক্রমের দায়িত্ব পরিচালক (চিশিজ), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর উপর ন্যস্ত থাকিবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
চিকিৎসা শিক্ষা-১ অধিশাখা
www.mohfw.gov.bd
স্মারক নং-৫৯.০০.০০০০.১৪০.১৯.২০৪.২০১৭.৪৩৮; তারিখ: ০২/১১/২০২০ খ্রি:
বিষয়: মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২০
১.০ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন।
২.০ প্রার্থীর যোগ্যতা।
৩.০ ভর্তির জন্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া।
৪.০ মেধা তালিকা ও প্রার্থী নির্বাচন।
৫.০ সার্টিফিকেট সমূহ নিরীক্ষণ।
৬.০ মাইগ্রেশন বা কলেজ বদলি (সরকারি মেডিকেল /ডেন্টাল কলেজের জন্য প্রযোজ্য)।
৭.০ কারিকুলাম ও ইন্টার্ণশীপ।
৮.০ নীতিমালা অনুযায়ী ভর্তির বিজ্ঞপ্তি, প্রশ্নপত্র প্রণয়ন, আবেদন প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, ফলাফল চূড়ান্তকরণ ও প্রকাশ ৬.১ এ বির্ণত মাইগ্রেশন কার্যক্রমের দায়িত্ব পরিচালক (চিশিজ), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর উপর ন্যস্ত থাকিবে।
৯.০ সংরক্ষিত আসন ও এ আসনের জন্য প্রযোজ্য সনদপত্র।
১০.০ বিদেশি ছাত্র/ছাত্রীদের আবেদন পদ্ধতি।
১১.০ ভূল বা মিথ্যা তথ্যের ক্ষেত্রে প্রযোজ্য।
১২.০ বিদেশি ছাত্র/ছাত্রীদের আসন সংরক্ষণ।
১৩.০ ভর্তি কার্যক্রম পরিচালনা।
১৪.০ নীতিমালার কোন শর্ত ভঙ্গ করিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেই কোন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হইবে।
১৫.০ রহিতকরণ ও হেফাজত।
এই নীতিমালা জারি হওয়ার তারিখ হইতে “মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০১৯” বাতিল বলিয়া গণ্য হইবে এবং এই নীতিমালার অনুচ্ছেদ ও উপ অনুচ্ছেদের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া স্বাপেক্ষে পরবর্তী কার্যক্রম এই নীতিমালার অধীন নিষ্পত্তি হইবে।
মো: আলী নুর
সচিব
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২০: ডাউনলোড