ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

মৌজা ম্যাপ বিক্রয়মূল্য ২০২৩ । মৌজা ম্যাপের ফটোকপি ও মুদ্রিত ম্যাপ/খতিয়ানের বিক্রয়মূল্য বর্ধিতকরণ পরিপত্র

ঘরে বসে মৌজা ম্যাপ পেতে পারেন ভূমি ব্যবস্থাপনা, ভূমি পরিমাপ, সঠিকভাবে ভূমির অবস্থান নির্ণয় এবং ভূমি সংক্রান্ত যেকোন জটিলতা নিরসনে ম্যাপনকশা খুবই প্রয়ােজনীয় একটি বিষয়- আজ আমরা জানবাে কিভাবে মৌজা ম্যাপ সংগ্রহ করবাে

সরাসরি গিয়ে ম্যাপ সংগ্রহ করা যায় কি?– অধিকাংশ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে এ ম্যাপ পাওয়া যায় না, বিধায় সকল জেলা থেকে ঢাকায় এসে “ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর” থেকে ম্যাপ সংগ্রহ করতে হয়। সরকারি ফি + কোর্ট ফি+ ফরম ফি দিয়ে আবেদন করলে ২-৫ দিনের মধ্যে ম্যাপ পাওয়া যায়। বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে ম্যাপ এর আবেদন করে আবার নিজ জেলায় গিয়ে আবার ঢাকায় এসে ম্যাপ ডেলিভারি নেয়া অনেক কস্টসাধ্য ও ব্যায়বহুল ব্যাপার। তাই ঘরে বসে মৌজা ম্যাপ পেতে পারেন। মাপ নকশার জন্য আপনাকে সরকারি ফি+ বিকাশ খরচ+ সার্ভিস চার্জ। কুরিয়ার চার্জ দিতে হবে। অনলাইনে এই ফি পরিশোধ করে আবেদন করা যায়। অনলাইনে জমির ম্যাপ সংগ্রহের নিয়ম ২০২২ । ডাকযোগে ঘরে আসবে জমির ম্যাপ

চূড়ান্ত প্রকাশনাকালীন সরকার নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে চূড়ান্ত উপজেলা সেটেলমেন্ট অফিসের আওতাধীন প্রকাশনা ক্যাম্প হতে মৌজা ম্যাপ সংগ্রহ করা যায়। চূড়ান্ত প্রকাশনা সমাপনান্তে জেলা প্রশাসকের দপ্তরে রেকর্ড ভলিউমের সাথে মৌজা ম্যাপ হস্তান্তর করা হয়। স্টক থাকা সাপেক্ষে মৌজা ম্যাপের প্রিন্টেড কপি জেলা প্রশাসকের রেকর্ডরুম থেকে সংগ্রহ করা যায়।

মৌজা ম্যাপের কাস্টডিয়ান পরিচালক(জরিপ), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর,তেজগাঁও, ঢাকা-১২০৮। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে মৌজা ম্যাপের স্ক্যান কপি দেয়ার ব্যবস্থা আছে। দরখাস্তের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে মৌজা ম্যাপের স্ক্যান কপি সংগ্রহ করা যায। মৌজা ম্যাপ ছাড়া ও অন্যান্য ম্যাপ যেমন, থানা ম্যাপ, জেলা ম্যাপ ও বাংলাদেশ ম্যাপ ভুমি রেকর্ড ও জরিপ অদিদপ্তর হতে সংগ্রহের সুযোগ আছে।

মৌজা ম্যাপ মূল্য কত টাকা? । অনলাইনে ম্যাপের জন্য ৬৩০ টাকা পরিশোধ করতে হয় যা আপনি বিকাশ বা কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

জমির ম্যাপের জন্য অনলাইন আবেদনের ক্ষেত্রে ৫২০ টাকা সাধারণ ফি এবং ১১০ টাকা পোস্ট অফিস ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

 

মৌজা ম্যাপ বিক্রয়মূল্য

মৌজা ম্যাপ প্রাপ্তিস্থান চুড়ান্ত প্রকাশকালীন সরকার নির্ধারিত মূল্য পরিশােধ সাপেক্ষে চুড়ান্ত উপজেলা সেটেলমেন্ট অফিসের আওতাধীন প্রকাশনা ক্যাম্প হতে মৌজা ম্যাপ সংগ্রহ করা যায়। চুড়ান্ত প্রকাশনা সমাপনান্তে জেলা প্রশাসকের দপ্তরে রেকর্ড ভলিউমের সাথে মৌজা ম্যাপ হস্তান্তর করা হয়। অনলাইনে ম্যাপের আবেদন করতে ক্লিক করুন

মৌজা ম্যাপ বিক্রয়মূল্য ২০২৩ । মৌজা ম্যাপের ফটোকপি ও মুদ্রিত ম্যাপ/খতিয়ানের বিক্রয়মূল্য বর্ধিতকরণ পরিপত্র

০৬বাংলাদেশ ম্যাপ (মুদ্রিত) 

ক্রমিক নংআইটেমের নামসরকার নির্ধারিত মূল্য
০১মৌজা ম্যাপ (মুদ্রিত)৫০০/-
০২মৌজা ম্যাপ (ফটোকপি)৫২০/-
০৩থানা ম্যাপ(মুদ্রিত)৭০০/-
০৪জেলা ম্যাপ(মুদ্রিত), সাদা-কালো৮০০/-
০৫জেলা ম্যাপ(মুদ্রিত), রঙিন১২০০/-
০৬বাংলাদেশ ম্যাপ (মুদ্রিত)১,২৫০/-

খতিয়ান বা পর্চাও কি অনলাইন আবেদন করে পাওয়া যায়?

এছাড়াও ভার্চুয়াল রেকর্ড রুম থেকে যেকোনো সময় যেকোনো স্থান থেকে যে কোনো নাগরিক খতিয়ান (পর্চা) দেখতে পারবেন। সার্টিফাইড কপি কাউন্টার থেকে ডেলিভারির জন্য কোর্ট ফি ৫০ টাকা। ডাকযোগে নিজ ঠিকানায় খতিয়ান ডেলিভারির জন্য অতিরিক্ত ৪০টাকা প্রদান করতে হবে।

মৌজা ম্যাপের ফটোকপি ও মুদ্রিত ম্যাপ/খতিয়ানের বিক্রয়মূল্য বর্ধিতকরণ  ১৯৯৯ : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *