সরকারি কর্মচারীগণ বিভিন্ন প্রয়োজনে তার জমাকৃত সাধারণ ভবিষ্য তহবিল হতে (জিপিএফ) অগ্রীম বা ঋণ গ্রহণ করে থাকে। যা ফেরৎযোগ্য বা অফেরৎযোগ্য হতে পারে। কর্মচারীর বয়স ৫২ বছর হয়ে থাকলে অফেরৎযোগ্য অগ্রিম গ্রহণ করা যাবে অন্যথায় অবশ্যই ফেরৎযোগ্য অগ্রীম নিতে হবে। নিচের জমাকৃত নিচের তহবিল হতে অর্থ উত্তোলন করলেও বয়স ৫২ বছর পূর্ণ না হলে কোন ক্রমেই অফেরৎযোগ্য অগ্রীম গ্রহণ করা যাবে না।
শুধুমাত্র নিম্নোক্ত উদ্দেশ্যে অগ্রিম মঞ্জুর করা যাবে-
(ক) আবেদনকারীর বা তাঁর উপর নির্ভরশীল ব্যক্তির দীর্ঘ দিনের অসুস্থ্যতার জন্য এবং চিকিৎসা বা শিক্ষার জন্য বিদেশ গমনের ব্যয় নির্বাহের জন্য,
- NID Online Copy 2025 । এনআইডি অনলাইন কপি কি সকল কাজে ব্যবহারের অনুমতি আছে?
- লাম্পগ্র্যান্ট মঞ্জুরীর বিধান ২০২৫ । যে সকল ক্ষেত্রে পাওনা ছুটি নগদায়ন করা যাবে না
- ভূমি উন্নয়ন কর (খাজনা) ২০২৫ । সরকারি ভূমি উন্নয়ন কর হিসাব দেখুন
- Social Media Use instructions bd 2025 । সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নতুন সরকারি নির্দেশনা কি?
- বেসরকারি মেডিকেল কোর্স ফি ২০২৫ । প্রাইভেটে ডাক্তারি পড়তে প্রতি মাসে কত টাকা খরচ হয়?
(খ) বিবাহ, অন্তেষ্টিক্রিয়া অথবা ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানাদিতে অবশ্য পালনীয় ব্যয় নির্বাহের জন্য;
(গ) জীবন বীমার প্রিমিয়াম প্রদানের জন্য;
(ঘ) গৃহ নির্মানের উদ্দেশ্যে জমি ক্রয় বা গৃহ নির্মাণ বা গৃহ মেরামতের বা এসব উদ্দেশ্যে গৃহীত ঋণ পরিশোধের জন্য;
(ঙ) প্রথমবার হজ্জ পালনের ব্যয় নির্বাহের জন্য এবং (চ) চাঁদাদাতার স্ত্রীর অনুসুলকৃত মোহরানার দাবী পরিশোধের জন্য।
[বিধি-১৩ (২), জিপিএফ বিধিমালা, ১৯৭৯)
GPF Slip Check Now by CAFOPFM । নতুন নিয়মে জিপিএফ চেক করুন এখনই