চিকিৎসা । আর্থিক সহায়তা

শিক্ষাবৃত্তির আবেদনের সময় বর্ধিত করণ বিজ্ঞপ্তি।

২০১৯-২০ অর্থ বছরের জন্য (১) সরকারের অসামরিক খাতের ১১ হতে ২০ গ্রেডে কর্মরত কর্মচারীর (ডাক, তার ও দুরালাপনী, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ওো বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীগণ ব্যতীত) ও তালিকাভূক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত (১১ হতে ২০ গ্রেড) কর্মচারীর সন্তানদের “শিক্ষাবৃত্তি”/ শিক্ষাসহায়তা” (২) সরকারি ও তালিকাভূক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের ” শিক্ষাবৃত্তি’র জন্য অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছিল।

আবেদনকারীদের দরখাস্ত দাখিলের শর্ত ও নিয়মাবলী অনুসরণ করে URL: eservice.bkkb.gov.bd এর মাধ্যমে যথাযথভাবে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। দরখাস্ত / আবেদন করার শর্ত ও নিয়মাবলী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে (www.bkkb.gov.bd) পাওয়া যাচ্ছে।

পূর্বে ঘোষিত আবেদনের সময় আবেদনকারীদের সুবিধার্থে আগামী ২৯ ফেব্রুয়ারি, ২০২০ খ্রি: তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। উক্ত সময়ের মধ্যে আগ্রহী আবেদনকারীদের আবেদন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *