বিভিন্ন ব্যাংকিং লেনদেন/ কার্যক্রমের পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকের বিভিন্ন জাতীয় সঞ্চয় সার্টিফিকেট মেয়াদপূর্তিতে নগদায় এবং কুপনের অর্থ পরিশোধের কার্যক্রম চালু রয়েছে।
ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট
ডিএমপি সার্কুলার লেটার নং-০৩, তারিখ: ৩০/০৪/২০২০
প্রধান নির্বাহী কর্মকর্তা/ ব্যবস্থাপনা পরিচালক
ব্যাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক
প্রিল মহোদয়,
সাধারণ ছুটিকালীন সময়ে জাতীয় সঞ্চয় স্কিমের যাবতীয় লেনদেন শুরু করা প্রসঙ্গে।
ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর গত ০৫/০৪/২০২০ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-০৩ মোতাবেক বিভিন্ন ব্যাংকিং লেনদেন/ কার্যক্রমের পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকের বিভিন্ন জাতীয় সঞ্চয় সার্টিফিকেট মেয়াদপূর্তিতে নগদায় এবং কুপনের অর্থ পরিশোধের কার্যক্রম চালু রয়েছে।
এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, এখন হতে সঞ্চয়পত্রের যাবতীয় লেনদেন কার্যক্রম (বিক্রয়, নগদায়ন ও পুনর্ভরণসহ) চালু থাকবে।
এ প্রেক্ষিতে, সঞ্চয়পত্রের যাবতীয় লেনদেন কার্যক্রম (বিক্রয়, নগদায়ন ও পুনর্ভরণসহ) ডিপার্টমেন্টে অব অফসাইট সুপারিভিশন এর ১৬/০৪/২০২০ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-১৩ এর ১ নং অনুচ্ছেদে বর্ণিত ব্যাংকিং সমন্বয়ের মধ্যে চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
আপনাদের বিশ্বস্ত,
(মো: খুরশীদ আলম)
মহাব্যবস্থাপক
ফোন: ৯৫৩০১৩১
ইমেইল: khorshid.alam@bb.org.bd
সঞ্চয়পত্র ক্রয়-বিক্রয়, নগদায়ন সংক্রান্ত কার্যক্রম চালু: ডাউনলোড