আগামী ০১ ও ০২ এপ্রিল ২০২০ খ্রি; তারিখে সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের বেতন পরিশোধের জন্য সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসসমূহ ০১ ও ০২ এপ্রিল ২০২০ খ্রি: তারিখে EFT Transmit করবে। প্রেক্ষিতে বেতন ভাতাদি কার্যক্রম নিশ্চিত করার জন্য BACH খোলা রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
নং-০৭.০৩.০০০০.০০৩.৩৮.৪১৯.১৬.৬৫১; তারিখ: ২৪/০৩/২০২০ খ্রি:
বিষয়: আগামী ০১ ও ০২ এপ্রিল ২০২০ খ্রি: তারিখ BACH সচল রাখা প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ০১ ও ০২ এপ্রিল ২০২০ খ্রি; তারিখে সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের বেতন পরিশোধের জন্য সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসসমূহ ০১ ও ০২ এপ্রিল ২০২০ খ্রি: তারিখে EFT Transmit করবে। প্রেক্ষিতে বেতন ভাতাদি কার্যক্রম নিশ্চিত করার জন্য BACH খোলা রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া)
অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)
ফোন: ৯৩৬০৮৫৯
সরকারি কর্মকর্তাদের বেতন ০১ ও ০২ তারিখে EFT Transmit করবে: ডাউনলোড
আরও দেখুন:
- iBAS++: বেতন বিল Submit করতে গিয়ে দেখি Insufficient Budget দেখাচ্ছে, করনীয় কি?
- অনলাইনে বিল Submit করার পরে হিসাব রক্ষণ অফিসে হার্ড কপি পাঠানো বাধ্যতামূলক কিনা?
- নববর্ষের বিল Submit করতে গেলে এইটা আসে, আমার করনীয় কি?
- সরকারি কর্মকর্তাদের বেতন ০১ ও ০২ তারিখে EFT Transmit করবে।
- পেনশনারদের মাসিক পেনশন অনলাইনে প্রাপ্তির EFT ইএফটি ফরম।
- iBAS++ ব্যবহারে নিরাপত্তা নিশ্চিতকরণের উপায়।
- সরকারি কর্মচারীদের ইএফটির জন্য নতুন ফরমটির (৪ পৃষ্ঠা) PDF and Docx FORMAT
- আপনার দাখিলকৃত বেতন বিলের স্ট্যাটাস চেক করুন অনলাইনেই।
- মাসের ২ তারিখ এখনও একাউন্টে টাকা আসেনি, করনীয়?
- GPF Slip বা আয়কর Statement নিন অনলাইনে।
- অনলাইনে বেতন বিলের জন্য Self Registration করবেন যেভাবে।
- অনলাইনে কিভাবে বেতন বিল দাখিল করতে হয়? দেখে নিন।