জেলা- উপজেলা পর্যন্ত সমস্ত হিসাব রক্ষণ অফিসে ইএফটি EFT পদ্ধতিতে অনলাইনে মাসিক পেনশন ভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এরই আলোকে উপজেলাগুলো ক্রমান্বয়ে ইএফটিতে পেনশন ভাতা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করছে। যদিও প্রারম্ভিকে ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সী পেনশনাদের ইএফটি’র আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে সমস্ত পেনশনারদের ভোগান্তি বিলোপের জন্য তাদের ইএফটি’র মাধ্যমে মাসিক পেনশন প্রদান করা হবে। 

মাসিক পেনশন ভাতা প্রদানে কি ফরম পূরণ করে জমা দিতে হবে?

যে ফরমটি জমা দিতে হবে তা সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস হতে সংগ্রহ করতে হবে অথবা সংযুক্ত ফরমটি যথাযথভাবে পূরণ পূর্বক প্রয়োজনীয় সংযুক্তি যোগ করতে হবে। DAO Location পরিবর্তন করতে হবে।

যে সব কাগজপত্র সংযুক্তি হিসেবে দিতে হবে:

১। NID এর ফটোকপি, যদি পূর্বের NID থাকে তারও (MUST) ফটোকপি দিতে হবে।

২। চেকবই এর পাতার ফটোকপি -১টি।

৩। PPO বই এর ১ম পাতা ও শেষ পাতার ফটোকপি।

৪। পারিবারিক পেনশনার হলে মূল পেনশনারের নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয়পত্র (NID)

পেনশনারদের মাসিক পেনশন অনলাইনে প্রাপ্তির EFT ইএফটি ফরম: ডাউনলোড

আরও দেখুন: 

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2983 posts and counting. See all posts by admin

2 thoughts on “মাসিক পেনশন অনলাইনে প্রাপ্তির EFT ইএফটি ফরম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *