নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা সম পদমর্যাদার কর্মকর্তাদের বদলি নির্দেশনা।

কারিগারি শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের মনোনয়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মরত অধ্যক্ষ/অধ্যাপক/উপাধ্যক্ষ/সহযোগী অধ্যাপক/উপাধ্যক্ষ/সহযোগী অধ্যাপক/চীফ ইনস্ট্রাক্টর/সহকারী অধ্যাপক/সম পদমর্যাদার কর্মকর্তাগণের বদলি /পদায়নের বিষয়ে সরকারের বিদ্যমান নীতিমালা ও প্রক্রিয়ার আলোকে নিম্নোক্ত নির্দেশনা জারি করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

কারিগরি শাখা-২

www.tmed.gov.bd

নং-৫৭.০০.০০০০.০৫১.১৯.০০১.২০১৮.২৭২; তারিখ: ০২ সেপ্টেম্বর ২০২১

কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ/ অধ্যাপক/উপাধ্যক্ষ/সহযোগী অধ্যাপক/চীফ ইনস্ট্রাকন্টর/সহকারী অধ্যাপক/সমপদমর্যাদার কর্মকর্তাগণের বদলি /পদায়ন সংক্রান্ত নির্দেশনা:

কারিগারি শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের মনোনয়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মরত অধ্যক্ষ/অধ্যাপক/উপাধ্যক্ষ/সহযোগী অধ্যাপক/উপাধ্যক্ষ/সহযোগী অধ্যাপক/চীফ ইনস্ট্রাক্টর/সহকারী অধ্যাপক/সম পদমর্যাদার কর্মকর্তাগণের বদলি /পদায়নের বিষয়ে সরকারের বিদ্যমান নীতিমালা ও প্রক্রিয়ার আলোকে নিম্নোক্ত নির্দেশনা জারি করা হলো:

২.০ নির্দেশনার আওতা।

৩.০ আবেদনের সময়সূচি।

৪.০ আবেদনের পদ্ধতি ও শর্তাবলি।

৫.০ আবেদন নিষ্পত্তি

৬.০ বিবিধ।

৭.০ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বদলি/পদায়ন সংক্রান্ত জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

(মো: আব্দুর রহিম)

উপসচিব

ফোন: ৯৫৭৩৫৫৬

সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা সম পদমর্যাদার কর্মকর্তাদের বদলি নির্দেশনা: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

One thought on “সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা সম পদমর্যাদার কর্মকর্তাদের বদলি নির্দেশনা।

  • উপক্রিত হলাম। ধন্যবাদ আপনাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *