যে কোন কম্পিউটার পদে চাকরির ক্ষেত্রে একটি সর্বনিম্ন টাইপের গতি প্রয়োজন পড়ে। গতি পরীক্ষায় যে সব নীতি অনুসরণ করা হয়।সাঁটলিপি বা প্রতিলিপিকরণ (Transcribe) এর জন্য ৩০ (ত্রিশ) মিনিট সময় বরাদ্দ থাকিবে। ৫% (পাঁচ শতাংশ) এর অধিক ভুলের ক্ষেত্রে কোনাে গতি অর্জন করে নাই বলিয়া গণ্য হইবে। বাংলা ও ইংরেজী উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে ৫ (পাচ) টি স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য হইবে। সর্বনিম্ন গতিকে পাস নম্বর ৪০% (চল্লিশ শতাংশ) হিসাবে গণ্য করা হইবে।
তপশিল-৪
[তপশিল-১ দ্রষ্টব্য]
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, ক্ষেত্রমত, সরাসরি বা পদোন্নতির মাধ্যমে নিয়ােগের জন্য প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার বিষয়, সময়, গতি, নম্বর, ইত্যাদি:
ব্যাখ্যা : (১) বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে ৫ (পাচ) একটি শব্দ হিসাবে গণ্য হইবে।
(২) ৫% (পাঁচ শতাংশ) এর অধিক ভুলের ক্ষেত্রে কোনাে গতি নাই বলিয়া গণ্য হইবে।
(৩) সর্বনিম্ন গতিকে পাস নম্বর ৪০% (চল্লিশ শতাংশ) হিসাবে গণ্য করা হইবে।