সরকারি চাকুরি কালীন পড়াশৃনার জন্য বিভাগীয় অনুমতি নেয়ার প্রয়োজন পড়ে। একজন সরকারি কর্মচারী চাইলে ব্যক্তিগত বা সরকারি ভাবে পড়াশুনার অনুমতি পেতে পারে।
দিনের বেলার ক্লাশ করা যাবে? সেটি ডিউটির ধরনের উপর নির্ভর করে। ৯-৫ টা ডিউটি থাকলে সেটি আপনাকে নিয়মিত সম্পন্ন করতে হবে। সরকারি কাজে বিঘ্ন ঘটানো যাবেনা। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। পড়াশুনায় সরকারের কোন আর্থিক অনুদান বা ব্যয় সংশ্লিষ্ট থাকবে না। পদোন্নতির ক্ষেত্রে অগ্রাধিকার শর্ত আরোপিত হবে না নিজ ব্যয়ে পড়াশুনা চালিয়ে যেতে হবে।
আমি চাকুরী কালীন উন্মক্ত থেকে এইচ এস সি পাশ করেছি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এখন কি আমার সাটিফিকেট কর্তৃপক্ষে জমা দিতে পারব
সার্টিফিকেট সার্ভিসবুকে যুক্ত করার আবেদন করে দেখুন