সরকারি কার্য সম্পাদন, নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের দাপ্তরিক যোযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময়ের চাহিদার সঙ্গে সংগতি রেখে সরকারি সেবা জনগণের নিকট দ্রুত ও সহজে পৌছানোর লক্ষ্যে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় বৃদ্ধির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে সরকারি সংস্থাসমূহের এই পারস্পারিক সমন্বয়, যোযোগ বৃদ্ধি ও তা সুসংহত করার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এরই অংশ হিসেবে মন্ত্রণালয়ের সংস্কার, গবেষণা ও আইন অনুবিভাগের পরিসংখ্যান ও গবেষণা কোষ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর/পরিদপ্তর/অধস্তন দপ্তর এবং স্বায়ত্তশাসিত সংস্থা/ কর্পোরেশন-এর নাম ও যোগাযোগের ঠিকানা সংবলিত পুস্তিকা প্রকাশ করে আসছে।
এতে সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর ধীন অধিদপ্তর/পরিদপ্তর/অধস্তন অফিস এবং স্বায়ত্তশাসিত সংস্থা /কর্পোরেশন, বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনসমূহের যোগাযোগের ঠিকানা (ফোন, ফ্যাক্স, ই-মেইল, ওয়েবসাইট) এবং দপ্তর প্রধানের পদনাম সংকলন করা হয়।
প্রশাসনকে অধিকতর গতিশীল এবং কার্যোপযোগী করার উদ্দেশ্যে বর্তমান সংস্করণে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য পরিবেশন করা হয়েছে। প্রণীত পুস্তিকাটি দেশে ও বিদেশে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
সরকারি সংস্থাসমূহের নাম ও যোগাযোগের ঠিকানা ২০১৬: ডাউনলোড