বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ এর ৫(৩) বিধি মোতাবেক সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেলে পদোন্নতি পরীক্ষার ০৩ (তিন)টি বিষয়ের সিলেবাস ও পরীক্ষা নীতিমালা প্রকাশ করা হয়েছে।
সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার পাঠ্যক্রম
অংশ-১: বাংলাদেশ বিষয়াবলি-৬০
অংশ-২: আন্তর্জাতিক বিষয়াবলি-৪০
সাধারণ আইন, বিধি ও পদ্ধতি এবং আর্থিক ব্যবস্থাপনা
অংশ-১: প্রশাসনিক, চাকরি ও বিধি বিষয়ক আইন-বিধিমালা, নীতিমালা, পরিপত্র ইত্যাদি
অংশ-২: আর্থিক ব্যবস্থাপনা
এছাড়াও অফিস কার্যক্রম সংক্রান্ত আইন- বিধি ও নির্দেশাবলি, সচিবালয়ের নির্দেশমালা-২০১৪, কার্যবিধিমালা-১৯৯৬,
সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেল(পদোন্নতির জন্য) পরীক্ষা নীতিমালা, ২০১৮ : ডাউনলোড