চাকরি পাওয়ার পর শিক্ষাগত সার্টিফিকেট অর্জন করতে ভূতাপেক্ষভাবে এটি সার্ভিসবুকে অন্তর্ভূক্তকরণের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হয়। এই প্রক্রিয়াকে ভূতাপেক্ষ অনুমোদন বলে।
তারিখঃ
বরাবর,
উপজেলা শিক্ষা অফিসার
বিষয়: চাকুরি খতিয়ান বহিতে শিক্ষাগত যােগ্যতা লিপিবদ্ধ করণ।
জনাব,
নিবেদন এই যে, আমি ————- ————-, সহকারি প্রধান শিক্ষক———————— সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আমার অর্জিত শিক্ষাগত যােগ্যতার তথ্য চাকুরির খতিয়ান বহিতে লিপিবদ্ধ করার জন্য নিমােক্ত তথ্য উপস্থাপন করলাম।
১। চাকুরিতে যোগদানের তারিখঃ —————————
২। চাকুরিতে যােগদানের সময়ে শিক্ষাগত যােগ্যতা (বিভাগ ও পাশের সন সহ) ——————————————–
৩। চাকুরিতে যােগদানের সময় অধ্যয়নরত শ্রেণি (যদি থাকে) ————————-
৪। চাকুরিতে যােগদানের পর অর্জিত যোগ্যতা সমূহ (বিভাগ ও পাশের সন সহ) :
(ক)
(খ)
(গ)
নিবেদক
নামঃ
পদবীঃ
স্কুলের নামঃ
সংযুক্তি:
১। সকল সনদপত্রের ফটোকপি।
সার্ভিস বুকে শিক্ষাগত যোগ্যতার সনদ এন্ট্রি করার জন্য আবেদনের নমুনা কপি : ডাউনলোড