ফর্ম I আবেদনপত্র । নমুনা

সার্ভিস বুকে শিক্ষাগত যোগ্যতার সনদ এন্ট্রি করার জন্য আবেদনের নমুনা কপি ।

চাকরি পাওয়ার পর শিক্ষাগত সার্টিফিকেট অর্জন করতে ভূতাপেক্ষভাবে এটি সার্ভিসবুকে অন্তর্ভূক্তকরণের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হয়। এই প্রক্রিয়াকে ভূতাপেক্ষ অনুমোদন বলে।

তারিখঃ

বরাবর,

উপজেলা শিক্ষা অফিসার

বিষয়: চাকুরি খতিয়ান বহিতে শিক্ষাগত যােগ্যতা লিপিবদ্ধ করণ।

জনাব,

নিবেদন এই যে, আমি ————- ————-, সহকারি প্রধান শিক্ষক———————— সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আমার অর্জিত শিক্ষাগত যােগ্যতার তথ্য চাকুরির খতিয়ান বহিতে লিপিবদ্ধ করার জন্য নিমােক্ত তথ্য উপস্থাপন করলাম।

১। চাকুরিতে যোগদানের তারিখঃ —————————

২। চাকুরিতে যােগদানের সময়ে শিক্ষাগত যােগ্যতা (বিভাগ ও পাশের সন সহ) ——————————————–

৩। চাকুরিতে যােগদানের সময় অধ্যয়নরত শ্রেণি (যদি থাকে) ————————-

৪। চাকুরিতে যােগদানের পর অর্জিত যোগ্যতা সমূহ (বিভাগ ও পাশের সন সহ) :

(ক)

(খ)

(গ)

নিবেদক

নামঃ

পদবীঃ

স্কুলের নামঃ

সংযুক্তি:

১। সকল সনদপত্রের ফটোকপি।

সার্ভিস বুকে শিক্ষাগত যোগ্যতার সনদ এন্ট্রি করার জন্য আবেদনের নমুনা কপি : ডাউনলোড

অর্জিত শিক্ষাগত যোগ্যতা সার্ভিসবুকে অনুর্ভুক্তকরণ।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “সার্ভিস বুকে শিক্ষাগত যোগ্যতার সনদ এন্ট্রি করার জন্য আবেদনের নমুনা কপি ।

  • আসসালামুআলাইকুম,
    একটা বিষয় জানার ছিল, আমি চাকুরীর আবেদনে শিক্ষাগত SSC উল্লেখ করেছি। এমনকি সার্ভিসবুকেও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা SSC উল্লেখ করা হয়েছে। কিন্তু উক্ত চাকুরীতে যোগদানের আগেই HSC, BA, MA সম্পন্ন করেছি। এখন কি উক্ত HSC, BA, MA এর সনদ সার্ভিসবুকে সংযুক্ত করতে পারব অনুগ্রহ করে জানাবেন।

  • নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভূক্তের জন্য আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *