ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) এর আওতাধীন সিজিএফ কার্যালয়সহ সকল কার্যালয়সমূহের কর্মকর্তা/ কর্মচারীদের জন্য করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও পরিস্থিতি উন্নয়নের জন্য সিএজি কার্য্যালয়ের সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ কার্যক্রম এবং স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিধি সংক্রান্ত নির্দেশনা মনিটরিং এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত কর্মকর্তা/ কর্মচারীদেরকে সার্বিক সহযোগিতা প্রদানের নিমিত্তে নিম্নবর্ণিত কর্মকর্তা/ কর্মচারীগণের সমন্বয়ে একটি কুইক রেসপন্স টিম (Quick Response Team) গঠন করা হল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয়
ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)
১ম ১২ তলা সরকারি অফিস ভবন (৪র্থ তলা)
সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
www.cgdf.gov.bd
নং-২৩.০৭.০০০০.০০৬.৬১.০১৩.১৬.২৭৫; তারিখ: ১৭/০৬/২০২০
অফিস আদেশ
বিষয়: করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত ডিফেন্স ফাইন্যান্স (ডিএফডি) এর আওতাধীন সিজিডিএফ কার্যালয়সহ অন্যান্য কার্যালয়সমূহের কর্মকর্তা/ কর্মচারীদের সার্বিক সহযোগিতার জন্য কুইক রেসপন্স টিম (Qiuck Response Team) গঠন।
ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) এর আওতাধীন সিজিএফ কার্যালয়সহ সকল কার্যালয়সমূহের কর্মকর্তা/ কর্মচারীদের জন্য করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও পরিস্থিতি উন্নয়নের জন্য সিএজি কার্য্যালয়ের সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ কার্যক্রম এবং স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিধি সংক্রান্ত নির্দেশনা মনিটরিং এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত কর্মকর্তা/ কর্মচারীদেরকে সার্বিক সহযোগিতা প্রদানের নিমিত্তে নিম্নবর্ণিত কর্মকর্তা/ কর্মচারীগণের সমন্বয়ে একটি কুইক রেসপন্স টিম (Quick Response Team) গঠন করা হল।
১। জনাব মোহাম্মদ আফতাব উদ্দীন, এফসি, এফসি (বিবিধ) এর কার্যালয়-টিম লিডার।
২। জনাব মো: মনোয়ার আলী মোল্লা, এসিজিডিএফ, সিজিডিএফ এর কার্যালয়-সদস্য।
৩। জনাব মো: নাহিদ হাসান, ডিএএফসি, এফসি (আর্মি) পে-১ এর কার্যালয়-সদস্য।
৪। জনাব মুহাম্মদ স,এ,ম আব্দুস সবুর, এসিজিডিএফ, সিজিডিএফ এর কার্যালয়-সদস্য।
৫। জনাব মো: সাইদুর হোসেন, অডিটর/৫২০০৮ এফসি (বিবিধ) এর কার্যালয়-সদস্য সচিব।
কমিটির কার্য পরিধি:
ক) ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) এর আওতাধীন কোন কর্মকর্তা/ কর্মচারী করোনায় আক্রান্ত হলে উক্ত টিম তার বা তার পরিবারের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে, খাদ্য, ঔষধ, চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
খ) করোনায় আক্রান্তদের তথ্য সংগ্রহ পূর্বক প্রতিবেদন আকারে জয়েন্ট কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স বরারব দাখিল করবেন।
গ) বিবিধ।
(এস,এ, নিয়ামুল পারভেজ)
ডেপুটি কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (প্রশাসন)
ফোন: ৯৩৫৮৯০২
সিজিডিএফ কর্মচারীদের করোনা ভাইরাস কুইক রেসপন্স টিম গঠন: ডাউনলোড