বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন সচিবগণ বিভিন্ন সচিবালয়ের বা মন্ত্রীপরিষদ বিভাগে সাচিবিক দায়িত্ব পালন করে থাকেন। সচিব বাংলাদেশের সরকারি প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। জনপ্রশাসনের সর্বোচ্চ পদ হলো মন্ত্রিপরিষদ সচিব। তাঁরা বিসিএস ক্যাডার থেকে আসেন। সচিবদের ৭৫ ভাগ নিয়োগ হয় প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি ২৫ ভাগ নিয়োগ হয় সিভিল সার্ভিসের অন্যান্য ক্যাডার থেকে৷ তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব একজন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার হয়ে থাকেন। একজন সচিব সাধারণত কোন মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রণালয়ের প্রধান জবাবদিহিতা কর্মকর্তা। মন্ত্রিপরিষদ সচিব হলেন সচিবদের মধ্যে জ্যেষ্ঠ। একজন সচিব/সিনিয়র সচিব মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
উর্ধতন নিয়োগ-১ অধিশাখা
নম্বর: ০৫.০০.০০০০.১৩০১২.০০১.১১.২৫৫ তারিখ: – ১৮ মে ২০২২
প্রজ্ঞাপন
নিনে বর্ণিত কর্মকর্তাদ্বয়কে সরকারের সিনিয়র সচিব পদে নিয়ােগপূর্বক তাঁদের নামের পাশে উল্লিখিত কর্মস্থলে পদায়ন। করা হলাে:
২. জনস্বার্থে জারিকৃত এ আদেশ ০১ নং ক্রমিকের কর্মকর্তার ক্ষেত্রে ২২-০৫-২০২২ এবং ০২ নং ক্রমিকের কর্মকর্তার। ক্ষেত্রে ১৪-০৬-২০২২ তারিখ হতে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
(এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার)
উপসচিব
ফোন: ২২৩৩৫৪৫৫৮
email: sal @mopa.gov.bd
১৯/০৫/২০২২ তারিখের সিনিয়র সচিব পদে পদোন্নতি প্রজ্ঞাপন ২০২২: ডাউনলোড