সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

বিসিএস ৯০ জন কর্মকর্তা যে বিধি বলে ৯ম গ্রেড হতে ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে পদোন্নতি পেল।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়ােগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৫(বি) অনুচ্ছেদে পদোন্নতির জন্য লিখিত পরীক্ষার শর্ত পূরণ সাপেক্ষে ৯ গ্রেড থেকে ৬ ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেল প্রদান করা হয়। ২২০০০ টাকার স্কেল হতে ৩৫০০০ টাকার স্কেলে যেতে ৫(বি) শর্তে যা রয়েছে তা হুবহু তুলে ধরা হলো।

Appointment by promotion :-Subject to the provisions of Schedule II, appointment by promotion to a specified post of a Service shall be made on the recommendation of the Council Committee on Promotion, Superior Selection Board or the Special Promotion Committee as the case may be, constituted by the Government in this behalf :

Provided that-

(a) Appointment by promotion to the New National Scale of Taka 750-1470 from a post of lower class shall be made on the recommendation of the Commission; 

(b) (No person shall be promoted to the New National Scale of Taka 1400-2225 unless he has passed an examination conducted by the Commission and found fit by the Special Promotion Committee:

(c) No person shall be promoted to the New National Scale of Taka 1850-2375 and Taka 2100-2600 unless he is found fit by the Superior Selection Board;

(d) No person shall be promoted to the New National Scale of Taka 2350-2750 and above unless he is found fit by the Council Committee on Promotion; 

(e) No person shall be eligible for promotion if he has unsatisfactory service records; and 

(f) A person on promotion to a specified post [in the New National Scale of Taka 1850-2375, Taka 2100-2600 and Taka 2350275013 shall have to qualify in such training course as may be prescribed by the Government failing which he will be reverted to the post from which he was promoted.

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

মাঠ প্রশাসন-১ শাখা 

www.mopa.gov.bd

নম্বর- ০৫.০০.০০০০.১৩৭.০০.০৩৯.২১.৩৭ তারিখ: ২৫ জানুয়ারি ২০২২

প্রজ্ঞাপন বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়ােগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড: ৩৫,৫০০৬৭,০১০/-) পদোন্নতি প্রদান করা হলাে:

০২। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে যারা সিনিয়র স্কেলভুক্ত পদে কর্মরত আছেন, তারা স্ব স্ব পদে একই কর্মস্থলে কর্মরত থাকবেন এবং নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যােগদানপত্র দাখিল করবেন। পদোন্নতিপ্রাপ্ত যে সকল কর্মকর্তা সিনিয়র স্কেলভুক্ত পদে নেই, তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যােগদানপত্র প্রেরণ করবেন (Emailiapp@mopa.gov.bd) এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন। ০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(শেখ শামছুল আরেফীন) 

সিনিয়র সহকারী সচিব 

ফোন: ২২৩৩৫৪৫৫৯ 

বিসিএস ৯০ জন কর্মকর্তা যে বিধি বলে ৯ম গ্রেড হতে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেল: ডাউনলোড

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *