কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক।মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের একমাত্র চিকিৎসক যিনি শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত। এছাড়া চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়ে তথ্যগত ভুল থাকার কারণে কোন কোন ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
স্বাস্থ্য সেবা বিভাগ
পার-১ অধিশাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
www.hsd.gov.bd
স্মারক নং: ৪৫.০০.০০০০.১৪৭.১৯.০৩১.১৯.৪৭৭; তারিখ: ০৬.০৭.২০২১ খ্রি:
বিষয়: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের সংযুক্তি আদেশ বাস্তবায়ন জটিলতা নিরসন প্রসঙ্গে।
স্বাস্থ্য সেবা বিভাগের গত ০৪/০৭/২০২১ তারিখের বিভিন্ন স্মারকে কোভিড রোগীদের সেবা প্রদানের জন্য সহকারি অধ্যাপক ও প্রভাষক পদের চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে সংযুক্তিতে পদায় করা হয়। তথ্যগত অপ্রতুলতার কারণে উক্ত সংযুক্তি আদেশসমূহে নিম্নরূপ চিকিৎসকদেরও পদায়ন করা হয়ে থাকতে পারে:
ক) আরটিপিসিআর ল্যাবসহ অন্যান্য ল্যাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত চিকিৎসক;
খ) কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক;
গ) মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের একমাত্র চিকিৎসক যিনি শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত।
২। এছাড়া চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়ে তথ্যগত ভুল থাকার কারণে কোন কোন ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে।
৩। বর্ণিত কারণে সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী ০৮/০৭/২০২১ তারিখের মধ্যে সুষ্পষ্ট কারণ উল্লেখপূর্বক তাদের তালিকা এ বিভাগের পার-১ অধিশাখার ই-মেইল per1@hsd.gov.bd এ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো
(মো: আবু রায়হান মিঞা)
উপসচিব
স্বাস্থ্য সেবা বিভাগ
স্বাস্থ্য ক্যাডারদের সংযুক্তি আদেশ বাস্তবায়ন জটিলতা নিরসন সংক্রান্ত: ডাউনলোড