দেশের অভ্যন্তরে শিক্ষা ছুটি বা বৈদেশিক শিক্ষা ছুটির ক্ষেত্রে কিছু বিধি বিধান মানতে হয়। শিক্ষা ছুটি নিতে চাইলেও আপনাকে কিছু নিয়ম মানতে হবে।

শিক্ষা ছুটি নিতে হতে চাকুরীর বয়স ২ বছর হতে হবে অর্থাৎ আপনার চাকুরির স্থায়ীকরণ হতে হবে। যে কোন সময় এ ছুটি নেয়া যাবে না। শিক্ষা ছুটি সম্পর্কে বাংলাদেশ সার্ভিস রুলস অনুসরণ করতে হবে।

বিএসআর পার্ট ১ এর বিধি ১৯৪ এবং এফ আর-৮৪ মোতাবেক, যে তারিখে ইচ্ছা করলে কোন সরকারি কর্মচারী অবসর গ্রহণের সুযোগ গ্রহণ করতে পারেন, ঐ কর্মচারী কে ঐ তারিখের ৩ বৎসরের মধ্যে অথবা ২৫ বৎসর চাকরি র পর অবসর গ্রহণের সুযোগ থাকায়, কোন সরকারি কর্মচারীর যে তারিখে চাকরি র ২৫ বৎসর পূর্ণ হবে, ঐ তারিখের ,৩ বৎসরের মধ্যে উক্ত কর্মচারীকে অধ্যয়ন ছুটি দেয়া যাইবে না।

প্রেষণকালীন তিনি কর্তব্যরত রয়েছেন বলে গণ্য হবে।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2984 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *