আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের চাকুরি সংক্রান্ত তথ্যাদি EFT ফরম।

সরকারি কর্মচারিদের বেতন ভাতাদি ইএফটি করণের কাজ চলমান। ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইলেক্ট্রনিক পদ্ধতি সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধ করা হবে। সরকারি কর্মচারীদের পাশাপাশি বিধিবদ্ধ, স্বায়ত্ত্বশাসিত ও রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ভাতাদিও ইএফটি’র মাধ্যমে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ডিজিটাল বাংলাদেশ বির্মাণের অংশ হিসাবে বাংলাদেশ সরকারি এসব উদ্যোগ। এ সকল উদ্যোগ সম্পন্ন হলে হিসাব প্রক্রিয়ার সহজ হবে এবং বাজেটীয় নিয়ন্ত্রণ সরকারি নখদর্পণে চলে আসবে। নিখুদ বাজেট ও আর্থিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারি আইবাস++ এর উদ্ভাবন ঘটিয়েছে। Integrated Budget and Accounting System হিসাব রক্ষণ প্রক্রিয়াকে সহজতর করে ফেলেছে, এরই ধারাবাহিকতায় সকল সরকারি আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিতপ প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাকে একীভূত করা হয়েছে।

ইএফটি ফরম পূরণে যে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে

কর্মচারীদের চাকুরি সংক্রান্ত তথ্যাদি (কর্মচারীগণ কর্তৃক পূরণীয়)
১* ব্যক্তিগত তথ্যাদি (Personal Information)
১.১ জাতীয় পরিচয়পত্র নম্বর National ID Number
১.২ কর্মচারীর নাম (বাংলায়) Name of Employee (in Bangla)
১.৬ ই-মেইল (যদি থাকে) Email (if any)
২ বর্তমান চাকুরি সংক্রান্ত তথ্যাদি (Information Related to Present Service)
২.২ বর্তমান পদ Present Position
২.৩ বর্তমান পদে যোগদানের তারিখ Joining Date at Present Position
২.৪ বর্তমান গ্রেড Present Grade
৪ পদোন্নতি/উচ্চতর স্কেলের তথ্য (Information on Promotion/Higher Scale)
[শুধুমাত্র জুন ২০১৫ সালের পূর্বে প্রাপ্ত পদোন্নতি/উচ্চতর স্কেল সংক্রান্ত তথ্যাদি প্রদান করতে হবে]

পদোন্নতি/উচ্চতর স্কেল Promotion/Higher Scale প্রাপ্তির তারিখ Date of Receive গ্রেড এবং স্কেল
Grade and Scale মূল বেতন Basic Pay
৫ সাধারণ ভবিষ্য তহবিল সংক্রান্ত তথ্যাদি (GPF Related Information)
৫.১ জিপিএফ হিসাব নম্বর (GPF Account Number)
৫.২ ভলিউম নম্বর (Volume Number)
৫.৩ সর্বশেষ পৃষ্ঠা নম্বর (Last Page Number)
৫.৪ গত মাসে চাঁদা কর্তনের পরিমাণ(Amount Deducted as Subscription in Last Month)
৬ বর্তমান মূল বেতন ও ভাতাদি (Basic Pay & at Present)
৬.১ ৩১১১২০১ – মূল বেতন 3111201 – Basic Pay
৬.২ ৩১১১৩০২ – যাতায়াত ভাতা3111302 – Conveyance allowance
৬.৩ ৩১১১৩০৬ – শিক্ষা ভাতা 3111306 – Education allowance
৬.৪ ৩১১১৩১০ – বাড়ি ভাড়া ভাতা 3111310 – House rent allowance
৬.৫ ৩১১১৩১১ – চিকিৎসা ভাতা 3111311- Medical allowance
৬.৬ ৩১১১৩১৪ – টিফিন ভাতা 3111314 –Tiffin allowance
৬.৭ ৩১১১৩১৬ – ধোলাই ভাতা 3111316-Washing allowance
৬.৮ ৩১১১৩২৫- উৎসব ভাতা 3111325- Festival allowance
৬.৯ ৩১১১৩২৮ – শ্রান্তি বিনোদন ভাতা 3111328 – Rest and recreation allowance

৭ কর্তন সংক্রান্ত তথ্যাদি (Deduction Related Information)
৭.১ ১১১১১০২ – ব্যক্তি কর্তৃক দেয় অগ্রিম আয়কর 1111102 – Advance Income Tax Payable by Individuals
৭.২ ১৪২২৪০৪ – পানি ও পয়ঃনিস্কাশন ব্যবস্থা চার্জ 1422404 – Water & Sewerage Charge
৭.৩ ১৪৪১২০৪ – পৌরকর 1441204 – Municipal Tax
৭.৪ ৮১৭২৪০১ – তিতাস গ্যাস বিল 8172401 – Titas Gas Bill
৮ চলমান জিপিএফ অগ্রিম (Current GPF Advance)
(শুধুমাত্র বর্তমানে গৃহীত জিপিএফ অগ্রিমের কিস্তিভিত্তিক অর্থ পরিশোধের তথ্যাদি উল্লেখ করতে হবে)

বেতন ভাতাদি EFT -এর মাধ্যমে প্রদানের নিমিত্ত তথ্য ফরম পূরণে যে সকল কাগজপত্রাদি প্রয়োজন পড়ে।

ক) উপজেলা/থানা শিক্ষা অফিস কর্তৃক ক্লাস্টারভিত্তিক শিক্ষকগণের চাকরি সংক্রান্ত তথ্যাদি ফরম পূরণের বিষয়ে সকলকে অবহিতকরণ:

খ) সহকারি উপজেলা/ থানা শিক্ষা অফিসারের তত্বাবধানে টিম গঠনপূর্বক ডাটা এন্ট্রি কার্যক্রম নিম্নোক্ত কাগজপত্র সংগ্রহ করতে হবে:

১। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

২। এস.এস.সি এর ফটোকপি।

৩। ব্যাংক হিসাবে চেক বইয়ের ফটোকপি (রাউটিং নম্বর সহ)

৪। স্বামী/সন্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৫। সন্তানের জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র/প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৬। ঋণ সংক্রান্ত তথ্যঅদি (জিপিএফ/গৃহ নির্মাণ/কম্পিউটার/মোটর সাইকেল ইত্যাদি ) যদি থাকে)।

৭। উচ্চতর স্কেলের তথ্য (পেয়ে থাকলে)

৮। সর্বশেষ বার্ষিক বর্ধিত বেতন নির্ধারণের ফটোকপি।

৯। সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এর তথ্য।

১০। ব্যাংক সংক্রান্ত তথ্য: হিসাবের নাম (ইংরেজীতে), হিসাব নম্বর (ধরণসহ), ব্যাংকের নাম, শাখা।

স্বায়ত্ত্বশাসিত/রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠানের কর্মচারীর চাকুরি সংক্রান্ত তথ্যাদি EFT ফরম: ডাউনলোড

সরকারি কর্মচারীদের ইএফটির জন্য নতুন ফরম এর (৪ পৃষ্ঠা) PDF and Docx FORMAT

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *